Leadরাজকূট

ভোটকে ভয় পাচ্ছে সরকার, দাবি ফখরুলের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জামায়াতে ইসলামী যা বলছে, সরকার সেটিই করতে চায়।’ তিনি প্রশ্ন তুলেছেন, ‘ভোটকে এত ভয় কেন? কারণ সরকার জানে ভোট হলে তাদের অস্তিত্ব থাকবেনা।’

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কে কে বাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘এলাকায় একটাও এনসিপি নেই। তাই তারা ভোট পাবেন কীভাবে? এজন্য তারা জামায়াতের সঙ্গে হাত মিলাচ্ছে। তারা পিআর চায়, কিন্তু জনগণ পিআর বুঝে না। এটার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।’

তিনি আরো বলেন, ‘দীর্ঘ ৯ মাস রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হলেও যদি অমীমাংসিত বিষয়গুলো চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তার দায় সরকারকেই নিতে হবে, বিএনপি নেবে না।’

এ সময় তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে প্রথম ১৫ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি, মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য ফারমার্স কার্ড চালু করা হবে।’

মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর সভাপতি আব্দুল হামিদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button