বিশ্ব

ভারতের হার নিয়ে পাকিস্তানি প্রধানমন্ত্রীর কটাক্ষ টুইট, ক্ষুব্ধ ভারতীয়রা

টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে বিদায় নিয়েছে ভারত। এতে এমনিতেই ভারতীয়দের মনে রয়েছে বিশাদের তিক্ততা। তার উপর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কটাক্ষের টুইটে ক্ষেপেছে ভারতীয়রা। ক্ষুব্ধ হয়ে টুইটারেই পাকিস্তানি প্রধানমন্ত্রীকে নানা কটূক্তি করতে দেখা গেছে অনেককে।

পাকিস্তানি প্রধানমন্ত্রী  এক টুইটে বলেছেন, ‘তাহলে এই রোববার ১৫২/০ বনাম ১৭০/০ (দলের ফাইনাল হবে)।’ টুইটে পাকিস্তান ও ইংল্যান্ডের জাতীয় পতাকার ইমোজি ব্যবহার করেছেন তিনি, সেইসঙ্গে এবারের টি-২০ বিশ্বকাপের ট্যাগ।

সেই টুইটে পাকিস্তানি নেটিজেনদের একাংশ যুক্ত হয়েছেন মজা করতে। তবে সমালোচনাও করেছেন কেউ কেউ। একজন বলেছেন, পাকিস্তানের সাধারণ জনগণ কিন্তু ট্রল দেখে ভোট দেয় না।

এদিকে তিক্ত ও কুরুচিকর মন্তব্য দেখা গেছে ভারতীয় নেটিজেনদের। অনেকেই মন্তব্য করেছেন পাকিস্তানের বাচ্চা, ভিখারি, পশু এসব বলে।

Related Articles

Leave a Reply

Back to top button