রাজকূট

বিএনপি বারবার ভোটের অধিকারের কথা বলেছে: আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি বারবার দেশের মানুষের ভোটের অধিকারের কথা বলেছে। মানুষের কথা বলার অধিকারের কথা বলেছে। সোমবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে যুবদল আয়োজিত ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন: আমার না বলা কথা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, গণতন্ত্রকে সুসংহত করার জন্য যে সুবর্ণ সুযোগ এসেছে তা নষ্ট করতে সরকারের ভেতরে ষড়যন্ত্র হচ্ছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। কথায় কথায় তারা বিএনপির বিরুদ্ধে, বিএনপিকে খাটো করে কথা বলছে।

মির্জা আব্বাস বলেন, তারা ধরেই নিয়েছে বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে। অথচ আমরা কখনো বলেনি যে ক্ষমতায় যাচ্ছি। বিএনপি বারবার দেশের মানুষের ভোটের অধিকারের কথা বলেছে। মানুষের কথা বলার অধিকারের কথা বলেছে।

এনসিপিকে উদ্দেশ্য করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘ফেসবুকে শুনলাম একটি নতুন দলের নেতারা আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। এগুলো কোনো রাজনৈতিক স্লোগান নয়, দেশকে সুসংহত করার স্লোগান নয়।

Related Articles

Leave a Reply

Back to top button