বিএনপি বা জামায়াতের সাথে সমঝোতার সুযোগ দেখছে এনসিপি

মনোনয়ন পত্র প্রত্যাহারের আগ পর্যন্ত বিএনপির সঙ্গে সমঝোতার সুযোগ আছে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি ) নেতারা।
জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৭২ টিতে ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে এনসিপি।এমন পরিস্থিতিতে এনসিপির সঙ্গে আসন সমঝোতার আর কোনো সুযোগ আছে কিনা , এই প্রশ্ন সামনে এসেছে।কারন এনসিপির শীর্ষ পর্যায়ের সব নেতার সম্ভাব্য নির্বাচনী প্রার্থীতা ঘোষণা করেছে বিএনপি।এমন পরিস্থিতিতে এনসিপির সঙ্গে আসন সমঝোতার আর কোনো সুযোগ আছে কিনা, এমন প্রশ্ন সামনে এসেছে। কারন, এনসিপির শীর্ষ পর্যায়ের সব নেতার সম্ভাব্য নির্বাচনী আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।ঐ আসন গুলোতে জামায়াতে ইসলামী আগেই প্রার্থী ঘোষণা দিয়েছে। এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন গনমাধ্যমকে বলেন, একক ভাবে নির্বাচনী প্রস্তুতি নেয়ার পাশাপাশি জোট বা আসন সমঝোতা নিয়ে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চলবে।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বাড্ডা,ভাটারা , রামপুরা হাতিরঝিল থানা, ঢাকার উত্তর সিটির ৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা ১১ এবং সদস্য সচিব আখতার হোসেন পীর গাছা ও কাউনিয়া উপজেলা নিয়ে গঠিত রং পুর চার আসনের প্রার্থী হওয়ার জন্য দলীয় মনোনয়ন পত্র কিনেছেন।
এছাড়া এনসিপির শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী ঢাকা – ১৮, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড় – ১, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা – ৪, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী -৬, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। ঢাকা – ১৪,ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ঢাকা -৮ আসন থেকে নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন পত্র নিয়েছেন।



