জেলার খবর

বাগেরহাটে শেখ কামাল আন্তঃজেলা অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু

বাগেরহাটে শেখ কামাল আন্তঃজেলা স্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট শেখ হেলাল উদ্দীন স্টেডিয়ামে পতাকা, শিখা প্রজ্জ্বলন ও বেলুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এসময় বাগেরহাটের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শাহিনুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান, ক্রীড়াবিদ অমিত রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

শেখ কামাল আন্তজেলা অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ৯ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩২৩ জন শিক্ষার্থী দৌড়, লাফ, বর্শা নিক্ষেপসহ ৩২টি ইভেন্টে অংশগ্রহণ করার কথা রয়েছে। এ প্রতিযোগিতায় বিজয়ীরা জেলা প্রশাসনের ও ক্রীড়া সংস্থার সহযোগিতায় বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

Related Articles

Leave a Reply

Back to top button