বিনোদুনিয়া

বলিউড সুপারস্টার শাহরুখ খান হিটস্ট্রোক করে হাসপাতালে ভর্তি

বলিউড সুপারস্টার শাহরুখ খান হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আহমেদাবাদের কে ডি হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন বলে জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম।

আজ বুধবার সকাল ১১টা নাগাদ অসুস্থ বোধ করেন শাহরুখ। এরপর দুপুর ১টার সময় অভিনেতাকে ভর্তি করা হয় হাসপাতালে।

প্রতিবেদনে বলা হয়েছে, আইপিএলের প্লেঅফ ম্যাচ দেখতে আহমেদাবাদে গিয়েছিলেন শাহরুখ খান। গ্যালারিতে বসে দলের জয় উপভোগ করেন তিনি। খেলা শেষ হওয়ার পর প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হন তিনি।

জানা গেছে, গতকাল আহমেদাবাদের তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রির বেশি। এত গরম সহ্য হয়নি শাহরুখের।

কেডি হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, ডিহাইড্রেশনের কারণে মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়েন কিং খান। এরপর আজ বুধবার দুপুরে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।

মঙ্গলবার স্টেডিয়ামে শাহরুখের সঙ্গে উপস্থিত ছিলেন কন্যা সুহানা ও পুত্র আব্রাম। ছিলেন অনন্যা পাণ্ডে এবং শানায়া কাপূরও। মাঠে বসে দলের জয় উপভোগ করেন তারা।

এদিকে আজ বুধবার শাহরুখের মেয়ে সুহানার জন্মদিন। মেয়ের জন্মদিনে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ায় অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ। অনেকে সামাজিক মাধ্যমে অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button