অন্য খবর

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শিল্পী সমিতির নতুন কমিটির শ্রদ্ধা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে  বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে প্রথমে এফডিসিতে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় এ কমিটি।

এরপর দুপুর পৌনে ১টায় সভাপতি ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে সমিতির নির্বাচিতরা যান ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় নতুন কমিটির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহনূর, কোষাধ্যক্ষ আজাদ খান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ইমন, দফতর সম্পাদক আরমান, কার্যকরী সদস্য ফেরদৌস ও জেসমিন উপস্থিত ছিলেন। এ সময় কমিটির সঙ্গে রিয়াজ ও নিপুণও ছিলেন।

গত ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি নির্বাচিত হন ইলিয়াস কাঞ্চন। তবে ভোটের ফলাফলে সাধারণ সম্পাদক পদে জায়েদ জয়ী হলেও, নিপুণ তার বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনাসহ নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ আনলে আপিল বোর্ডের রায়ে নিপুণকে জয়ী ঘোষণা করে।

এরপর জায়েদ উচ্চ আদালতের দ্বারস্থ হন। এমনকি নিপুণও হাইকোর্টে আপিল করেন।

হাইকোর্টে আগামী ১৩ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ বেঞ্চে শোনানির পর সিদ্ধান্ত আসবে কে হচ্ছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button