ফেব্রুয়ারিতে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন
আগামী ফেব্রুয়ারিতে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতির কথা জাতিসংঘকে জানিয়েছেন, প্রধান উপদেষ্ট অধ্যাপক মোহাম্মদ ইউনুস। তিনি বলেন এর পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহি ও আইনের শাসন প্রতিষ্ঠায় সংস্কার কার্যক্রম চলমান চলছে।
শুক্রবার রাতে জাতিসংঘের ৮০ তম অধিবেশনে দেয়া ভাষণে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী অন্তবর্তী সরকারের গৃহীত নানা পদক্ষেপ , আঞ্চলিক ও বৈশ্বিক নানা সমস্যা যুদ্ধ ও সংঘাত সহ নানা সমস্যা তুলে ধরেন। তরুনদের জন্য কিভাবে নিরাপদ বিশ্ব তৈরি করা যায় সেই আকাঙ্ক্ষা ও পথ নিয়ে কথা বলেছেন শান্তি তে নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস।
বৈশ্বিক এই ফোরামে দাঁড়িয়ে প্রধান উপদেষ্ট বলেন,’ গত বছর এই মহান শভায় আমি দাঁড়িয়েছিলাম সদ্য গঠিত গনঅভ্যুত্থান সংঘঠিত একটি দেশের রূপান্তরের আকাঙ্ক্ষা আপনাদের শোনানুর জন্য ।আজ আমি সেই রূপান্তরের অগ্রযাত্রায় কতটুকু অগ্রসর হতে পেরেছি তাবলব।
তার সরকার কে বৈষম্য মুক্ত ন্যায়বিচারভিতিক সমজ নির্মানের দায়িত্ব দেয়া হয় জানিয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো কে পূর্ণ গঠন করে জনগণের আকাঙ্ক্ষা পূরনের জন্য প্রয়োজন ছিল ব্যাপক প্রাতিষ্ঠানিক সংস্কার।যে বিপুল জনসমর্থনে আমরা দায়িত্ব পেয়েছিলাম তার প্রেক্ষাপটে আমাদের জন্য সহজ পথ ছিল নির্বাহী আদেশে সংস্কার করা।
গনঅভ্যুত্থানে এক বছর পূর্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একমঞ্চে দাঁড়িয়ে, ‘ জুলাই ঘোষণার’ মাধ্যমে সংস্কার কার্যক্রমের প্রতি সময়াবদধ অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে বলে প্রধান উপদেষ্ট অধ্যাপক মোহাম্মদ ইউনুস মনে করেন, আগামী নির্বাচনে যে দল ই সমর্থন পান না কেন , সংস্কার কার্যক্রম বাস্তবায়নে আর কোন সমস্যা থাকবেনা।
অর্থনৈতিক সংস্কার ও সম্পদ ফিরিয়ে আনা:বর্তমান অন্তবর্তী সরকারের উন্নয়ন কৌশলে কেন্দ্রীবিনদুতে রয়েছে সুশাষন, সামাজিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়ন রয়েছে বলে প্রধান উপদেষ্ট বলেন। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামীলীগ সরকারের সমালোচনা করে বলেন বিগত দের দশকের অভিঙগতায় দেখা গেছে জবাবদিহি ছাড়া যেকোনো উন্নয়ন স্থায়ী নয় এবং তা ভঙ্গুর হয়ে। অন্তবর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বিগত সরকারের দুর্নীতি ও জনগনের সম্পদ চুরি কিভাবে বিস্তৃতি লাভ করেছে তা আবিষ্কার করেছে।যা দেশের সামষ্টিক অর্থনীতি কে নাজুক ও ভঙ্গুর করে ফেলেছিল।পাচার হওয়া অর্থ উদ্ধার করা বর্তমান সরকারের শীর্ষ অগ্রাধিকার।
মিথ্যা সংবাদ প্রচার :বর্তমানে বিভ্রান্ত মূলক সংবাদ , ঘৃনা ত্বক বক্তব্য ব্যাপক উদ্যোগে র কারন হচ্ছে বলে বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বিভিন্ন স্বার্থান্বেষী মহল থেকে উদ্দেশ্য মূলক ভাবে বিভ্রান্তীমূলক সংবাদ প্রচার করা হচ্ছে।যা এখনো চলমান। এসবের বিরুদ্ধে সবাইকে কাজ করতে হবে বলেন, প্রধান উপদেষ্টা।
রোহিঙ্গা সংকট :প্রতিবেশী দেশ মিয়ানমারে চলমান সংঘাত সমগ্র অঞ্চলের জন্য এক গভীর উদ্বেগ সৃষ্টি করেছে বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস।এটি শুধু আঞ্চলিক স্থীথিশীলতাকে ঝুঁকিতে ফেলছে না বরং বাংলাদেশে আশ্রয় পাওয়া বলপূবক বাস্তুচ্যুত রোহিঙ্গা দের তাদের মাতৃভূমি মিয়ানমার প্রত্যাবর্তন জটিল করে তুলছে।গত আট বছরে রোহিঙ্গা সংকট সম্পন্ন হচ্ছে না বরং প্রতিনিয়ত মিয়ানমার থেকে আগত রোহিঙ্গা দের বাংলাদেশে আশ্রয় দিতে হচ্ছে। রাখাইনে সাংস্কৃতিক পরিচয় ভিত্তিক রাজনৈতিক কারনে রোহিঙ্গাদের ওপরে অধিকার থেকে বঞ্চিত ও নির্যাতনের শিকার হচ্ছে বলেন উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। রোহিঙ্গাদের প্রান্তিকীকরন প্রক্রিয়া আর চলতে দেয়া যায় না বলেন প্রধান উপদেষ্টা।
গাজা পরিস্থিতি :
গাজায় ইসরাইলি গণহত্যা নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন,শিশুরা না খেয়ে অকালে মৃত্যুবরণ করছে। বেসামরিক জনগোষ্ঠী কে নির্বিচারে হত্যা করা হচ্ছে। হাসপাতাল স্কুল সহ গোটা জনপদ বিলিন করে ফেলছে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের জন্য বাংলাদেশের জনগণ ও বিশ্বের বিবেকবান মানুষের পক্ষ থেকে জোরালো দাবি জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, পূর্ব জেরুজালেমে কে রাজধানী বানিয়ে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র বানিয়ে এ সমস্যার সমাধান করা সম্ভব।



