ক্রীড়াঙ্গন

প্রথম বছর প্যারিসে মানিয়ে নিতে সময় লেগেছে: মেসি

বার্সেলনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে সম্পর্ক ছিন্ন করে পিএসজিতে যোগ দিয়ে প্রথম বছর নামের সুবিচার করতে পারেননি লিওনেল মেসি। প্রথম বছর প্যারিসে মানিয়ে নিতে কষ্ট হয়েছিল বলে জানান মেসি।

স্প্যানিশ ক্লাব বার্সেলোনা থেকে ২০২১ সালের জুনে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) পাড়ি জমান ফুটবলের এ মহাতারকা।

পিএসজি টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘প্রথম বছর প্যারিসে মানিয়ে নিতে সময় লেগেছে। সেটি বিভিন্ন কারণে। কিন্তু এ মৌসুম অন্যভাবে শুরু করেছি। অনেক কিছু জেতার ইচ্ছে আছে মনে। আমি এই ক্লাব, শহর ও শহরের মানুষদের সঙ্গে আরও স্বাচ্ছন্দ্যবোধ করছি। আমি সত্যিই মৌসুমটা উপভোগ করছি। আমার পুরো জীবনটাই এমন। প্রতিদিনই নিজেকে নিংড়ে দেওয়া, আরও বেশি সাফল্যের চাহিদা; আমি প্যারিসের হয়ে শিরোপা জিততে চাই। মৌসুমের শুরুতে যেসব বড় শিরোপা জয়ের লক্ষ্যস্থির করেছি, সেগুলো জিততে চাই। ’

বুধবার (৮ মার্চ) দ্বিতীয় লেগের ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। আর এই ম্যাচে প্রসঙ্গে মেসি বলেন, ‘বায়ার্নের বিপক্ষে সবটুকু উজাড় করে দিয়ে ঘুরে দাঁড়াতে হবে। এটাই সবার লক্ষ্য।

 

Related Articles

Leave a Reply

Back to top button