আন্তর্জাতিক

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলায় নিন্দার ঝড় দক্ষিন এশিয়ার গনমাধ্যমে

বাংলাদেশের শীর্ষ দুই দৈনিক প্রথম আলো ,দ্যা ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও নিউজ এজ সম্পাদক নুরুল কবির কে শারীরিক ভাবে হেনস্থার ঘটনার নিন্দা জানিয়েছেন দক্ষিন এশিয়া ভিত্তিক কয়েকটি গনমাধ্যম সংগঠন ও নেতৃত্ব স্থানীয় সাংবাদিকেরা।

গতকাল সোমবার দ্যা সাউথইস্ট পিস অ্যাকশন ( সাপান),দ্যা সাউথ এশিয়া ডিফেন্ডার নেটওয়ার্ক ( এস এএম ডিইএন),সাপান নিউজ সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান ও সাংবাদিকদের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে নিন্দা প্রকাশ করা হয়।

বাংলাদেশে সহিংসতার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়ে প্রেসক্লাব ও ইন্ডিয়া ও করাচি প্রেস যেসব বিবৃতি দিয়েছে তাকে স্বাগত জানিয়েছে সংগঠনগুলো।

গত বৃহস্পতিবার ঢাকার কাওরান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টারে সন্ত্রাসী হামলা হয়। হামলা কারীরা ভাংচুর ও লুটপাটের পাশাপাশি সংবাদপত্র দুটি ভবনে আগুন ধরিয়ে দেয়। গনমাধ্যম প্রতিষ্ঠানে এমন হামলায় দেশ বিদেশে নিন্দার ঝড় ওঠে।তার মধ্যে দক্ষিন এশিয়া ভিত্তিক সাংবাদিকেরা সংহতি জানান।

সংবাদমাধ্যমকে চুপ করানোর জন্য সহিংসতা হুমকি, হামলা,বা হয়রানি অগ্রহনযোগ্য। এধরনের কর্মকান্ড সংবাদমাধ্যমের স্বাধীনতা, সাংবিধানিক মত প্রকাশের অধিকার ও আইনের শাসন লঙ্ঘন করে।

বিবৃতিতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ীদের সনাক্ত করে দ্রুততার সঙ্গে ন্যায্য, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট দেশের সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

Related Articles

Leave a Reply

Back to top button