ক্রীড়াঙ্গন

পা কেটে হাসপাতালে মাশরাফী, নিতে হয়েছে ২৭ সেলাই

টেবিলের কাঁচের সঙ্গে ধাক্কা লেগে বেশ বাজেভাবে পা কেটে যাওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। পায়ে নিতে হয়েছে ২৭ সেলাইও।

মাশরাফির ঘনিষ্ঠ বন্ধু কাশিফ রেজা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আজ শনিবার ঢাকায় নিজ বাসায় কাঁচের টেবিলের সঙ্গে ধাক্কা লাগে সাবেক এই অধিনায়কের। এরফলে টেবিলের কাঁচ পেছন থেকে মাশরাফীর ডান পায়ে মারাত্মক আঘাত করে।

এতে ডান পায়ে খুব বাজেভাবে কেটে যায় মাশরাফীর। পায়ের রগ পর্যন্ত কাঁটা যায়। যার জন্য ২৭টি সেলাইও দিতে হয়েছে তাকে।

বর্তমানে ওই হাসপাতালেই মাশরাফিকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

Related Articles

Leave a Reply

Back to top button