Leadঅর্থ-বাণিজ্য

পরিবারে পর্যাপ্ত খাবার জোগাতে পারেন না ৭৮% পোশাকশ্রমিক

বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের গবেষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: তৈরি পোশাক খাতে কর্মরত শ্রমিকদের ৭৮ শতাংশ শ্রমিক পরিবারের জন্য পর্যাপ্ত খাবার জোগাতে পারেন না এবং প্রায় ৩২ শতাংশ ন্যূনতম মজুরির কম আয় করেন বলে জানিয়েছে বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ)।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর বনানীতে একটি হোটেলে তৈরি পোশাকশ্রমিকদের নিয়ে করা একটি গবেষণা জরিপ প্রকাশ অনষ্ঠানে এ  এ তথ্য জানানো হয়।

বিএলএফ’র প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রতি আটজনের একজন শ্রমিক সংসার চালাতে ঋণ করে চলেন। সাব-কন্ট্রাক্টেড ও মিশ্র ধরনের কারখানায় ১২ ঘণ্টার শিফট বা অতিরিক্ত কাজ করা সাধারণ ঘটনা।

তৈরি পোশাক শিল্পের সাপ্লাই চেইনের নিম্নস্তরে (সাব-কন্ট্রাক্ট কারখানাতে) এখনো জবরদস্তিমূলক শ্রম ও শিশুশ্রম বিদ্যমান। শিশুশ্রমিকদের প্রায় ৮০ শতাংশ সাব-কন্ট্রাক্টেড বা মিশ্র চুক্তিভিত্তিক কারখানায় কাজ করে। তাদের ৯৯ শতাংশ সপ্তাহে ৩৬ ঘণ্টার বেশি কাজ করে এবং চাকরিতে যোগদানের ক্ষেত্রে বয়স-সংক্রান্ত নথি জাল করার ঘটনাও খুবই সাধারণ বিষয়। চট্টগ্রাম অঞ্চলে শিশুশ্রমের হার ঢাকার তুলনায় বেশি পাওয়া গেছে।

গবেষণায় উঠে আসে, সাক্ষাৎকারে অংশ নেওয়া ৯৮ শতাংশ শিশুশ্রমিক বর্তমানে স্কুলে যায় না, যার প্রধান কারণ আর্থিক সংকট।

প্রতিবেদনটি সব খাতে ন্যায্য জীবিকা নির্বাহযোগ্য মজুরি বাস্তবায়নের সুপারিশ তুলে ধরেছে, কারণ অর্থনৈতিক সংকটই শিশুশ্রম ও জোরপূর্বক শ্রমের মূল কারণ। পাশাপাশি শিশুদের শিক্ষা অব্যাহত রাখার সুযোগ নিশ্চিত করতে একটি বিশেষ কর্মপরিকল্পনা প্রণয়নের প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে তারা নিরাপদ ও নিয়ন্ত্রিত পরিবেশে কাজ করতে পারে।

গবেষণাটি বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) ও যুক্তরাজ্যের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের রাইটস ল্যাব যৌথ উদ্দ্যোগে, গুডউইভ-এর সহায়তায় এবং যুক্তরাজ্য সরকারের সহায়তায় পরিচালিত হয়েছে।

অনুষ্ঠানে বিএলএফ-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর এএইচএম মোরশেদ স্বাগত বক্তব্য রাখেন। গবেষণার পটভূমি তুলে ধরেন বিএলএফ-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার ইয়াসিন আরাফাত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুডউইভের কান্ট্রি কো-অর্ডিনেটর শাহিনুর রহমান। গবেষণার মূল ফলাফল তুলে ধরেন বিএলএফ-এর প্রোগ্রাম অফিসার মো. জুবায়ের আলম।

অনুষ্ঠানের বক্তারা বলেন, বাংলাদেশ যখন এলডিসি (স্বল্পোন্নত দেশের) থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে এবং জিএসপি+ বাণিজ্য সুবিধা পেতে চায়, তখন ইউরোপীয় ইউনিয়নের ফোর্সড লেবার অ্যাক্ট-এর প্রেক্ষিতে, পোশাক শিল্পের সরবরাহ চেইন থেকে জবরদস্তিমূলক শ্রম ও শিশুশ্রম শ্রম নির্মূল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Related Articles

Leave a Reply

Back to top button