ক্রীড়াঙ্গন

নেইমারের আবেগঘন বার্তা!

ইনজুরির কারণে লম্বা সময়ের জন্য ফুটবল থেকে ছিটকে গেলেন, প্যারিস সেন্ট জার্মেইয়ের ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। গোড়ালির লিগামেন্টে অস্ত্রোপচার করতে হবে তার। এতে প্রায় চার মাস মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছে, নেইমারের ক্লাব পিএসজি।

দীর্ঘ সময়ের জন্য ছিটকে পড়ে আবেগঘন বার্তা দিয়েছেন নেইমার।

এমন খবরেও নিজের মনোবল হারাননি নেইমার। ব্রাজিলের এই তারকা ফুটবলার নিজের দৃঢ়তার জানান দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে নেইমার লিখেন, আরও শক্তিশালী হয়ে ফিরব।

চিকিৎসকরা জানিয়েছে, অস্ত্রোপচার ছাড়া চোটমুক্ত হওয়া সম্ভব নয় নেইমারের জন্য। আগামী ১০ জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। পিএসজি ফাইনালে উঠলেও তাকে পাওয়া অনিশ্চিত বলে আশঙ্কা করা হচ্ছে।

নেইমারের এই অস্ত্রোপাচার দোহার একটি হাসপাতালে হবে। অস্ত্রোপচারের পর অনুশীলনে ফেরার আগে তারকা এই ফুটবলারকে কমপক্ষে তিন থেকে চার মাস মাঠের বাইরে থাকতে হবে।

Related Articles

Leave a Reply

Back to top button