মন্তব্য কলাম

নির্বাচন নিয়ে অনিশ্চয়তার শেষ কোথায়?

কাইয়ুম আহমেদ

অন্তর্বর্তী সরকার ঘোষিত ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনিশ্চয়তার যেন শেষ নেই!

একদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য ও আস্থাহীনতা, অন্যদিকে ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারের ও নির্বাচন কমিশনের প্রস্তুতির ঘাটতি—এই দুই বাস্তবতা মিলে নির্বাচনী প্রক্রিয়াকে সাধারণ শান্তিপ্রিয় জনগণের কাছে অনিশ্চিত করে তুলেছে।

২০২৪ সালের গণঅভ্যুত্থান আওয়ামী লীগ সরকারের পতন পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে এই নির্বাচন কেবল একটি রাজনৈতিক আয়োজনই নয়; বরং এটি গণতন্ত্রের ভবিষ্যৎ, রাজনৈতিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তির জন্যও এক বড় পরীক্ষা।

এবং এই নির্বাচন নিঃসন্দেহে দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইতিমধ্যেই সব দলের অংশগ্রহণে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, গণতন্ত্র রক্ষায় সব দলের আস্থা ও সহযোগিতা অপরিহার্য।

তাহলে প্রশ্ন হলো অনিশ্চিয়তার কথা কেন আসছে?

জবাবটা সোজা এর পেছনে নানা আলামতও দেখা যাচ্ছে।

আলামত আছে বলেই নির্বাচন হবে কিনা এই প্রশ্ন জোরালো হচ্ছে। মানুষের সংশয়ের মাত্রা বাড়ছে। খোদ প্রধান রাজনৈতিক দলের পক্ষ থেকে এখন নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করা হচ্ছে।

পাশাপাশি রাজনৈতিক দলের প্রস্তুতি নিয়েও আছে রকমফের। দীর্ঘ প্রায় দেড় যুগ কোণঠাসা অবস্থায় থাকা জামায়াতসহ ইসলামী দলগুলো নির্বিঘ্নে রাজনৈতিক কর্মসূচি পালন করছে। দলীয় প্রার্থী ঘোষণা দিয়ে মাঠে প্রচারণা চালানো হচ্ছে। এই দলগুলো অনেকটা ফুরফুরে মেজাজে। জামায়াত নেতাকর্মীরা এমন একটা আবহ তৈরি করেছে যেন ক্ষমতায় বসার অপেক্ষায় তারা।

অন্যদিকে প্রধান রাজনৈতিক দল বিএনপি ও তার মিত্র দলগুলো নির্বাচন প্রস্তুতি এখনো পুরোদমে শুরু করতে পারছে না। একের পর এক পরিস্থিতি এসে এই দলগুলোকে বিভ্রান্ত করছে। আছে অভ্যন্তরীণ সমস্যাও। তৃণমূলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ অন্তহীন।

জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া, এর আইনি ভিত্তি নিয়ে পাল্টাপাল্টি চলছে। সংখ্যানুপাতিক নির্বাচন, গণভোটসহ কয়েকটি ইস্যুতে ইসলামী দলগুলোর জোট রীতিমতো আন্দোলন ঘোষণা করেছে। জাতীয় ঐক্যের আলোচনার মধ্যে এই আন্দোলন এবং ছোট ইস্যুতে বড় জটিলতা তৈরির এসব প্রক্রিয়ার কারণেই নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় এবং সন্দেহ দিন দিন বাড়ছে।

নির্বাচন নিয়ে এই শঙ্কার সবচেয়ে বড় কারণ ছিল নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের একেক সময়ে একেক ধরনের বক্তব্য। নানা সময়ে নানা কথা বলায় মানুষ বিভ্রান্ত হয়েছে।

আবার উপদেষ্টাদের কেউ কেউ এই সময়ে নির্বাচন চান না- এমন আলোচনাও ছিল। উপদেষ্টাদের কারও কারও এমন ভিন্ন ইচ্ছা থাকলেও সরকার প্রধানের দৃঢ় ইচ্ছার কারণে নির্বাচন কমিশন মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনে রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনী কার্যক্রম শুরু করেছে। তবে এখন পর্যন্ত কমিশনের প্রস্তুতির অনেক কিছুই বাকি।

যথাসময়ে নির্বাচন নিয়ে সংশয়ের আরেক বড় কারণ প্রশাসন। এখন পর্যন্ত সব দলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনী প্রশাসন গড়তে পারেনি অন্তর্বর্তী সরকার।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপি, জামায়াত এবং এনসিপি প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। বিএনপির অভিযোগ একটি দলের লোকজন নিয়ে প্রশাসন সাজানো হচ্ছে। বিএনপি কোনো দলের নাম না বললেও নেতারা জামায়াতের দিকেই এই ইঙ্গিত করেছেন।

৫ আগস্টের পর থেকে দলটির সমর্থকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে বসেছেন। পুলিশ ও প্রশাসনের বিভিন্ন পদেও তাদের লোকজনের পদায়ন হয়েছে। ওদিকে জামায়াতও বিএনপির দিকে উল্টো অভিযোগ তুলেছে। দলটির দাবি প্রশাসন ও বিচার বিভাগে একটি দলের ৬০ থেকে ৭০ ভাগ নিয়ন্ত্রণ রয়েছে।

জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেও প্রশাসনে ভাগ-বাটোয়ারার অভিযোগ তোলা হয়েছে। এই অবস্থায় গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে প্রশাসনের নিরপেক্ষতার জায়গাটি যে এখনো প্রশ্নবিদ্ধ অবস্থায় রয়েছে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নিবন্ধন এবং প্রতীক বরাদ্দ এখনো চূড়ান্ত হয়নি। দলটি শাপলা প্রতীক পেতে দেনদরবার করে যাচ্ছে। নির্বাচন কমিশনের তালিকায় এই প্রতীক না থাকায় তারা এটি বরাদ্দে অপারগতা প্রকাশ করেছে। নিবন্ধন ও প্রতীক বরাদ্দ না দেওয়ায় এনসিপি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে।

দলটির পক্ষ থেকে কমিশন পুনর্গঠনেরও দাবি তোলা হয়েছে। এনসিপির তরফে বলা হয়েছে, শাপলা না নিলে নিবন্ধন গ্রহণ করা হবে না। আর নিবন্ধন না দিলে নির্বাচনে অংশও নেবে না। এমনটি হলে নির্বাচন নিয়ে নতুন কোনো মেরূকরণ হতে পারে যা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনকে অনিশ্চিত করে তুলতে পারে।

আবার রাজনৈতিক বিশ্লেষকরাও তাদের প্রতিক্রিয়ায় টক শো ও পত্রিকার কলামে সব দল অংশ না নিলে নির্বাচন উৎসবমুখর না হওয়ার ও হানাহানির শঙ্কা করছেন। সব মিলিয়ে নির্বাচন নিয়ে অনিশ্চিয়তার হাওয়া এখন রাজনীতির পালকে দুলিয়েই যাচ্ছে।

পরিশেষে বলব, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমুলক না হলে গণতন্ত্রের প্রতি জনগণের আস্থা বিশ্বাস ও শ্রদ্ধা পুনরুদ্ধারের সুযোগ হারানোর আশঙ্কা থেকেই যাবে।

লেখক: জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক

Related Articles

Leave a Reply

Back to top button