নিউজিল্যান্ডকে হারিয়ে ‘বাংলা ওয়াশ’ সিরিজের ট্রফি পাকিস্তানের

‘বাংলা ওয়াশ’ত্রিদেশীয় সিরিজের ফাইনালে স্বাগতিক নিউজিল্যান্ডকে উড়িয়ে শিরোপা জিতেলো পাকিস্তান।
শুক্রবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৮টায় টসে জিতে ক্রাইস্টচার্চে ফিল্ডিং নেয় পাকিস্তান। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রানের সংগ্রহ পায় কিউইরা। জবাবে খেলতে নেমে রিজওয়ানের ভালো শুরুর পর মোহাম্মদ নওয়াজ ও হায়দার আলীর ঝড়ো ইনিংসে ৩ বল হাতে রেখে জয় নিশ্চিত করে পাকিস্তান।
১৫তম ওভার পর্যন্ত খেলা অনেকটাই নিউজিল্যান্ডের নিয়ন্ত্রণে ছিলো। ৩৬ বলে পাকিস্তানের প্রয়োজন ছিল ৬৭ রান। তবে ১৫তম ওভারটিতেই ম্যাচের গতি পরিবর্তন করে দেন হায়দার আলি এবং মোহাম্মদ নওয়াজ।
শোধির ওভারে ২৫ রান তুলে নেন তারা। ফলে জয়ের জন্য প্রয়োজন পড়ে ৩০ বলে ৪২ রানের। শেষ ওভারের ৩য় বলে ছক্কা হাকিয়ে ৫ উইকেটে জিতে যায় পাকিস্তান।
পাকিস্তানের হয়ে ২২ বলে দুই চার ও তিন ছক্কায় সর্বোচ্চ ৩৮ রান সংগ্রহ করেন অপরাজিত থাকেন মোহাম্মদ নওয়াজ। এছাড়া মোহাম্মদ রিজওয়ান ২৯ বলে চার চারে ৩৪ রান, হায়দার আলী ৩১ রান, অধিনায়ক বাবর আজম ১৫ ও ইফতেখার ২৫ রান তুলেন।
কিউইদের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নিয়েছেন মাইকেল ব্রেসওয়েল। এছাড়া টিম সাউদি, ব্লেয়ার টিকনার ও ইশ সোধি একটি করে উইকেট নিয়েছেন।
এর আগে, প্রথম ইনিংসে ম্যাচ শুরুর প্রথম ওভারেই কিউই শিবিরে আঘাত হানেন পেসার নাসিম শাহ। সাজঘরে ফেরান ফিন অ্যালেনকে। ৬ষ্ঠ ওভারে আরেক ওপেনার ডেভন কনওয়েকে ফেরান হারিস রউফ। ৪৭ রানে হারায় দুই উইকেট।
এরপর গ্লেন ফিলিপকে নিয়ে রানের তরী এগিয়ে নিতে থাকেন কেন উইলিয়ামসন। ১২তম ওভারের তৃতীয় বলে ফিলিপকেও হারায় কিউইরা। এছাড়া মার্ক চ্যাপম্যান ১৯ বলে ২৫ ও জিমি নিশাম ১০ বলে ১৭ রান করেন। শেষের দিকে পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭ উইকেটে ১৬৩ রানে থেমে যায় কিউইদের ইনিংস।



