নারী উইংয়ের প্রধান রুবাবা, নতুন দায়িত্বে রাজ্জাক-পাইলট

বিসিবির ইতিহাসে দ্বিতীয় নারী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন রুবাবা দৌলা। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পরিচালক হয়েছেন তিনি। তাকে বিসিবির নারী উইংয়ের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি জানিয়েছে, রুবাবা দৌলা নারী বিভাগের চেয়ারপারসনের দায়িত্ব পালন করবেন। পূর্বে ওই দায়িত্বে ছিলেন বিসিবির পরিচালক নির্বাচিত হওয়া সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক। তিনি নারী উইংয়ের ভাইস-চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
এছাড়া আব্দুর রাজ্জাককে বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যান করা হয়েছে। এর আগে ওই দায়িত্ব পালন করছিলেন প্রথমবার বিসিবির পরিচালক নির্বাচিত হওয়া সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।
নতুন দায়িত্ব পেয়েছেন খালেদ মাসুদও। তাকে বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। বোর্ড নির্বাচনের পর বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ওই কমিটির চেয়ারম্যান ছিলেন। তিনি ছেড়ে দিলেন গ্রাউন্ডস কমিটির দায়িত্ব।



