Leadএনএনবি বিশেষফিচার

নাগরিকত্ব ছাড়া মিয়ানমারে ফিরতে চায় না রোহিঙ্গারা

কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকার রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করে প্রায় ১১ লাখের অধিক রোহিঙ্গা। মিয়ানমার থেকে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া এই রোহিঙ্গারা, ফিরে যেতে চান না নিজেদের দেশে। সেই দেশে ফিরে যাওয়াকে তারা জীবনের ঝুঁকি বলে মনে করেন এখনো।  এসব তথ্য নিয়ে ফারহানা নীলার বিশেষ রিপোর্ট।

রোহিঙ্গা

‘‘আমার স্বামীকে মিলিটারিরা মেরে ফেলেছে।  আমি অন্যদের সঙ্গে আমার পোলাপান নিয়ে পালাই আসছি। আমি আর সেখানে ফিরতে চাই না। আমার সন্তানদেরকেও ওরা মেরে ফেলবে। ” –কান্নাজড়িত কন্ঠে এভাবেই নিজের ভীতির কথা প্রকাশ করেছেন মিয়ানমার থেকে পালিয়ে আসা হুমা।

রোহিঙ্গা

অন্যদিকে ১৪ বছর বয়সী জিলানী।  সেও থেকে যেতে চায় বাংলাদেশেই।  “ আমার খুব ভয় লাগে। যখন শুনি আমাকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে। আমার মনে হয়, সেখানে ফেরত গেলেই আমাকে ওরা অনেক অত্যাচার করবে। গুলি করে মেরে ফেলবে। এখানে বিদেশি ম্যাডামরা আমাকে লেখাপড়া শেখায়। আমি অন্যদের সাথে স্বাধীনভাবে খেলতে পারি। আমি মিয়ানমারে ফিরে যেতে চাই না।’

রোহিঙ্গা

এভাবেই বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা জানালো তাদের ভীতির কথা।  যেখানে বাংলাদেশ সরকার চেষ্টা করছে তাদের নিরাপদে মিয়ানমারের ফেরত পাঠাতে। সেখানে রোহিঙ্গারা বার বার-ই তুলে ধরছে, তাদের ঝুঁকির বিষয়গুলো।  বার বার তারা দাবি করছে বেশ কিছু শর্তের।

রোহিঙ্গা

নাগরিকত্ব ও নিরাপত্তার নিশ্চিত চায় রোহিঙ্গারা:

 মিয়ানমার সরকারের প্রতি অবিশ্বাস ও অনাস্থা রোহিঙ্গাদের মাঝে গভীরভাবে ছড়িয়ে পড়েছে। বছরের পর বছর ধরে নিজ জন্মভূমি রাখাইন রাজ্য ছেড়ে পালিয়ে বাংলাদেশে শরণার্থী শিবিরে বাস করতে বাধ্য করা হয়েছে রোহিঙ্গা জনগণকে।

রোহিঙ্গা ক্যাম্পে থাকা বৃদ্ধ সাদেক বলেন, “মিয়ানমার সরকারকে বিশ্বাস করা যায় না। এর আগেও তারা অনেকবার বিশ্বাস ভঙ্গ করেছে। তাই সরাসরি নাগরিকত্ব প্রদান করলেই আমরা ফিরতে পারি,”

রোহিঙ্গা

 ভয়েস অফ রোহিঙ্গা নামের সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন শমসু আলম। তিনি বলছেন, তাদের মধ্যে সক্রিয় আরও অন্য সংগঠনের সাথে আলোচনা করেই তারা এসব দাবি চূড়ান্ত করেছেন। তিনি জানান এ দেশে আশ্রয় নেওয়া ১১ লাখ রোহিঙ্গার ৮০ শতাংশ পাঁচ দফার পক্ষে।

দফাগুলো হচ্ছে:

১. রোহিঙ্গারা আরাকানের (রাখাইন) স্থায়ী বাসিন্দা। সে কারণে রোহিঙ্গাদের ‘স্থানীয়’ স্বীকৃতি দিয়ে সংসদে আইন পাস করতে হবে।

২. আরাকানে বসবাসরত রোহিঙ্গাদের নাগরিকত্ব ও পরিচয়পত্র দিতে হবে।

৩. রোহিঙ্গাদের নিজ গ্রামে ফিরিয়ে নিতে হবে। কেড়ে নেওয়া জমিজমা যথাযথ ক্ষতিপূরণসহ ফেরত দিতে হবে।

৪. আরাকানে রোহিঙ্গাদের জীবন ও সম্পদ সুরক্ষার জন্য রোহিঙ্গা পুলিশ বাহিনীর সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে হবে এবং

৫. মিয়ানমারের স্থানীয় আদালতের পরিবর্তে আন্তর্জাতিক অপরাধ আদালতে অপরাধীদের বিচার করতে হবে।

রোহিঙ্গা

বাংলাদেশে রোহিঙ্গাদের আগমন :

২০১৭ সালের আগস্টে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গারা, মিয়ানমার মিলিটারির দ্বারা নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। সন্তান জন্মদানের পর এখন রোহিঙ্গাদের সংখ্যা ২০২১ সালে এসে দাঁড়িয়েছে প্রায় ১২ লাখ। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ ও মিয়ানমার ২০১৭ সালের ২৩ নভেম্বর চুক্তি সই করে। পরে দুই দেশ ২০১৮ সালের ১৬ জানুয়ারি মাঠপর্যায়ে কার্যক্রম এগিয়ে নিতে ‘ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট’ নামে চুক্তি করে। ‘ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট’ অনুযায়ী, প্রত্যাবাসন শুরুর দুই বছরের মধ্যে শেষ হওয়ার কথা ছিলো। রোহিঙ্গাদের প্রথম দলের ফেরার কথা ছিলো গত বছরের ১৫ নভেম্বর। কিন্তু রাখাইনে অনুকূল পরিবেশ না থাকায় রোহিঙ্গারা ফিরতে রাজি না হওয়ায় এ কার্যক্রম স্থগিত করা হয়।  এখন পর্যন্ত কোনো রোহিঙ্গাকেই তাদের দেশে ফেরত পাঠানো সম্ভব হয় নি।

রোহিঙ্গা

রোহিঙ্গাদের সুরক্ষিত ভাবেই মিয়ানমারে ফেরত পাঠানো হবে : আসিফ মুনির

শরনার্থী বিশ্লেষক আসিফ মুনির জানান, “বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে একটি মানবতার কাজ করেছেন।  দুবছরের মধ্যে তাদের দেশে ফিরিয়ে দেয়ার কথা হলেও, এখন পর্যন্ত দেয়া হয়নি।  রোহিঙ্গাদের নিরাপত্তার কথাও ভেবেছেন সরকার।  কিন্তু স্থায়ীভাবে রোহিঙ্গাদের বাংলাদেশে অবস্থান করতে দেয়া সম্ভব নয়। ”

আসিফ মুনির বলেন, ‘‘যদি এই রোহিঙ্গাদের দেশে রাখা হয়।  বাংলাদেশ সরকার ও মিয়ানমার থেকে আগত রোহিঙ্গারাও বিপাকে পড়বে। তাদের সন্তানদের লেখাপড়ার বিষয়টিও বাংলাদেশ সরকারকে নিশ্চিত করতে হবে। আর সে ক্ষেত্রে তাদের লেখাপড়া কোন ভাষায় হবে, সেটিও একটা বিষয়।  কারন তারা কতদিন বাংলাদেশে থাকবে বা কবে তারা মিয়ানমারে ফিরে যাবে, সে বিষয়টি অনিশ্চিত।  তবে রোহিঙ্গাদের সব ধরনের নিরাপত্তার কথা মাথায় রেখেই তাদের মাতৃভূমিতে পাঠানোর বিষয়ে নানা রকমের উদ্যোগ গ্রহণ করছে।

যতদ্রুত সম্ভব রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশ -নিয়ানমারের বৈঠক হওয়াটা জরুরী: তৌহিদ হাসান 

রোহিঙ্গাসাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হাসান। বলেছেন, গত ৪ বছরে রোহিঙ্গা ইস্যূতে একটি ডেভলোপ হয়েছে, সেটা হচ্ছে আইসিসি ও আইজেডে এ কেসটা গিয়েছে।  এবং সেখানে জুডিশিয়াল প্রসেস চলছে।  কিন্তু মিয়ানমার সেনাবাহিনী তাদের ফিরিয়ে নেয়ার জন্য নানারকম টালবাহানা করছে। আসলে তাদের ফিরিয়ে নেয়ার কোনো ইচ্ছা নাই।  মাঝখানে তারা কিছু উদ্যোগ নিয়েছিলো যে, তারা ফেরত নিবে। কিন্তু সেগুলো ছিলো লোক দেখানো।  আসলেই তারা এমন কিছু করেনি যে, বিশ্ব বিশ্বাস করবে  তারা এই রোহিঙ্গাদের ফিরিয়ে নিবে।  এটা এখন স্পষ্ট যে, মিয়ানমার এই রোহিঙ্গাদের ফিরিয়ে নিবে না।  আমার মনে হয় বাংলাদেশ অনেক কিছু করেছে।  আরো কিছু হয়তো করতে পারতো।  কিন্তু সেটা সামর্থ নেই তাই করেনি।  বিশ্বে অনেক দেশ আছে, যারা এই ১১ লাখ রোহিঙ্গাদের স্থায়ীভাবে নিতে পারে।  কিন্তু নেয়নি।  এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যতটুকু সহযোগীতা এসেছে, তাও যথেষ্ট নয়।  সুতরাং বাংলাদেশে এই রোহিঙ্গা সমস্যা দীর্ঘদিন ধরেই থাকবে বলে মনে হচ্ছে।

 

তিনি বলছেন, “রোহিঙ্গাদের বাংলাদেশ সরকার আশ্রয় দিয়েছে। তারা নিরাপদে এখানে বসবাস করছে ৪ বছর যাবত।  কিন্তু রোহিঙ্গাদের সব দাবি মেনে নিতে সরকার বাধ্য নয়।  তাদের নিরাপত্তার কথা মাথায় রেখেই সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এবং যে কোনভাবে তাদের দেশে ফিরে যেতে বাধ্যও করেনি।   যতদ্রুত সম্ভব রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশ -নিয়ানমারের মধ্যে বৈঠক হওয়াটাও জরুরী।  অবশ্যই তাদের সুরক্ষার বিষয় মাথায় রাখা হবে।”

যতদ্রুত সম্ভব রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশ -নিয়ানমারের মধ্যে বৈঠক হওয়াটাও জরুরী।  দুই দেশের মধ্যে সমঝোতা করে, কিভাবে নিরাপদে এই রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে ফিরিয়ে দেয়া যায় সেটাই এখন আন্তর্জাতিকভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আর নিরাপদভাবে তাদের দেশে ফিরে যেতে আন্তর্জাতিকভাবে সহায়তা আশা করেছে বাংলাদেশে বসবাস করা রোহিঙ্গারাও।

ফারহানা নীলা

সিনিয়র রিপোর্টার

নিউজ নাউ বাংলা

Related Articles

Leave a Reply

Back to top button