জাতীয়

নতুন বছরের প্রথম সংসদ অধিবেশন ৫ জানুয়ারি

জাতীয় সংসদের নতুন বছরের প্রথম অধিবেশন বসবে আগামী ৫ জানুয়ারি। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন। এটি হবে দশম জাতীয় সংসদের ২১তম অধিবেশন।
সোমবার জাতীয় সংসদ সচিবালয় ও সংসদ সচিব আইন শাখা-১ এর সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে রাষ্ট্রপতির এ আদেশ সবাইকে জানানো হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেন।
নিয়ম অনুযায়ী বছরের প্রথম অধিবেশনের শুরুর দিন সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির ভাষণের পর সংসদ সদস্যরা অধিবেশনজুড়ে ঐ ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা করেন।

Related Articles

Leave a Reply

Back to top button