বাংলাদেশ

দেশের বিভিন্ন জেলায় বইছে শৈত্যপ্রবাহ, বৃষ্টির শঙ্কা

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের প্রায় ১৮ জেলার উপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। সেসঙ্গে আরও ১৪ জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই আছে। এই অবস্থা আরও দুদিন অব্যাহত থাকতে পারে।

আগামী তিন-চার দিন পর বৃষ্টি হতে পারে বলে শঙ্কা রয়েছে বলেও জানা গেছে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ শনিবার গোপালগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফেনী, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং বরিশাল জেলাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এছাড়া আজ ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে আছে টাঙ্গাইল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, শ্রীমঙ্গল, রাজশাহী, ঈশ্বরদী, বগুড়া, বদলগাছি, রংপুর, দিনাজপুর, নীলফামারীর সৈয়দপুর ও ডিমলা, পঞ্চগড়ের তেতুলিয়া, কুড়িগ্রামের রাজারহাট, যশোর, চুয়াডাঙ্গা ও বরিশাল এলাকা। এছাড়া ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই আছে আরও ১৪ জেলা।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়া ও কুড়িগ্রামের রাজারহাটে; ৭ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল রেকর্ড করা হয়েছে রাজারহাটে ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

Related Articles

Leave a Reply

Back to top button