জেলার খবররাজকূটসিলেট

দিরাই শাল্লায় বিএনপির ‘চার চৌধুরীর’ মনোনয়ন ঘিরে নির্বাচনী আমেজ!

নাইম তালুকদার, সুনামগঞ্জ: হাওরের জেলা সুনামগঞ্জের দিরাই শাল্লা (সুনামগঞ্জ -২) আসনে বিএনপির মনোনয়ন ঘিরে শুরু হয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। দলটি দেশের সিংহভাগ আসনে প্রার্থী ঘোষণা করলেও দিরাই শাল্লা ঝুলিয়ে রাখা হয়েছে। এ নিয়ে স্থানীয় বিএনপিকর্মীদের মধ্যে কল্পনা-জল্পনা শুরু হয়েছে। এদিকে, আসনটিতে চার মনোনয়নপ্রত্যাশীর অনুসারীরাও সমানতালে চালাচ্ছেন প্রচার। এতে দিরাই শাল্লা’য় যেন বইছে নির্বাচনী আমেজ!

এই চার চৌধুরী হলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা তাহির রায়হান চৌধুরী পাবেল, জেলা যুবদলের সাবেক সদস্য আলী আকবর চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির যুগ্মসম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ।

এদের মধ্যে নাছির উদ্দিন চৌধুরী, তাহির রায়হান চৌধুরী পাবেল স্থানীয় ও কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয়। মাঠপর্যায়ে তাদের অনুসারীরাও সমানতালে চালাচ্ছেন প্রচার। ফলে বিএনপির মনোনয়নযুদ্ধে নির্বাচনী আমেজ বইছে দিরাই শাল্লায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে স্থানীয় চায়ের দোকান-সব জায়গাতেই এখন আলোচ্য বিষয়, কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন। প্রত্যাশী দু’জন হলেও শেষ পর্যন্ত দলের হাইকমান্ড একজনকেই বেছে নেবেন।

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, দীর্ঘ ১৬ বছরের দমন–নিপীড়ন, মামলা–হামলা ও দলের দুর্দিনে কে কতটা নিবেদিত ছিলেন, সেটিই হতে পারে চূড়ান্ত সিদ্ধান্তের মাপকাঠি। দলীয় নীতিনির্ধারকরা ইঙ্গিত দিয়েছেন-ত্যাগী ও পরীক্ষিত নেতাকেই দেওয়া হবে অগ্রাধিকার।

জানা গেছে, নাছির উদ্দিন চৌধুরী সাবেক সংসদ সদস্য। তিনি ১৯৯৬ সালে জাতীয় পাটি থেকে প্রবীণ রাজনীতিবীদ সুরঞ্জিত সেনগুপ্তকে পরাজিত করেছিলেন। এরপর থেকে তিনি বিএনপির আন্দোলন-সংগ্রামে নেতা কর্মীদের নিয়ে সব সময় মাঠে ছিলেন। এখন তিনি শারিরীক অসুস্থতার কারণে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

তাহির রায়হান চৌধুরী পাবেল সুনামগঞ্জ জেলা বিএনপি উপদেষ্টা। তার বারা আব্দুস শহীদ চৌধুরী ছিলেন জেলা বিএনপি’র প্রতিষ্টাতা সহ-সভাপতি । দিরাই শাল্লায় তাহির রায়হান চৌধুরী পাবেলের নেতৃত্বের ইতিহাস রয়েছে। দলের প্রতিটি আন্দোলনে তিনি সরাসরি অংশগ্রহণ করেছেন।

আর জেলা যুবদলের সাবেক সদস্য আলী আকবর চৌধুরী ২০১৫ সালে বিএনপির আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকালে একাধিকবার জেল জুলুমের শিকার হন। তিনি আওয়ামী লীগের রোশানলের শিকার হয়ে সাত দিন রিমান্ডে নির্যাতিত হয়ে যুক্তরাজ্য পাড়ি জমান। তিনি প্রবাসেও গিয়ে এদেশের মা, মাটির দল বিএনপির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার অনুসারীদের মতে যদি ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়, তাহলে আলী আকবর চৌধুরীই মনোনয়ন পাবেন।

আরেকজন আজমল হোসেন চৌধুরী জাবেদ যুক্তরাজ্য বিএনপি যুগ্গ্নমধারণ সম্পাদক। তিনি বিগত দিনে বিএনপির আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। যুক্তরাজ্য বিএনপি’র আন্দোলন সংগ্রামে তার অগ্রণী ভূমিকা ছিল। দল আজমল হোসেনে জাবেদকে মুল্যায়ন করবে বলে তার সমর্থকরা আশা করছেন।

Related Articles

Leave a Reply

Back to top button