ঢাকায় ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ফোরামের পিঠা উৎসব

ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ফোরাম, ঢাকা-বিজেএফডির আয়োজনে এদিন সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলে এই পিঠা উৎসব। আনন্দঘন এই উৎসবে ঢাকায় সাংবাদিকতা পেশায় কর্মরত ব্রাহ্মণবাড়িয়াবাসীর মিলন মেলা বসে। উৎসবে মেতে ওঠে সাংবাদিকসহ পরিবারের সদস্যরাও।

সজ্জিত ডালায় নান্দনিকভাবে সাজানো ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলার পাক্কন, ম্যারা, আন্দসা, নারকেলের পুলি, চিতই ও ভাপা পিঠা। সেই সঙ্গে ছিল জনপ্রিয় ‘রাজা মামার’ হরেক রকমের চা। মালাই, কাশ্মীরি, তেঁতুল চা ও রাজা মামার স্পেশাল চা।

একেতো শীতের সকাল । তারপর ছুটির দিন। কুয়াশা ঘেরা সেই সকালে, গরম গরম ধোঁওয়া ওড়ানো পিঠার স্বাদ মুগ্ধ করেছে অতিথিদের।

বিজেএফডি সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ মুতাসিম বিল্লাহ। আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল, সৈয়দ আবদাল আহমেদ, হাসান জাবেদ, আমান উল্লাহ আমান, শামীমা দোলা, সাজিদা ইসলাম পারুল ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হেলাল উদ্দীন। এ উতসবে বিজেএফডির শতাধিক সদস্য ছাড়াও বিএফইউজে, ডিইউজে, ডিআরইউ, ক্র্যাবসহ বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।



