আন্তর্জাতিক

ট্রাম্প দম্পতির সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস, পাশে মেয়ে

অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রে নিউইয়র্কে রয়েছেন । জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০ তম অধিবেশনে তিনি গত শুক্রবার ভাষন দিয়েছেন।

স্থানীয় সময় গত মঙ্গলবার ( ২৩ সেপ্টেম্বর) অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।ঐ অনুষ্ঠানে একসঙ্গে তোলা তাদের একটি ছবি প্রকাশ করা হয়েছে।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে আজ শনিবার ছবি প্রকাশ করা হয়েছে। ছবিতে দেখা যায় হাস্যোজ্জ্বল ডোনাল্ড ট্রাম্পের এক পাশে রয়েছেন তার স্ত্রী ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্প,অন্য পাশে মোহাম্মদ ইউনুস।

ক্যাপসনে লিখা রয়েছে ছবিটি গত মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানের।

এর আগে যানা যায় , রাষ্ট্র নেতাদের ঐ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনুস শুভেচ্ছা বিনিময় করেন এবং সুবিধাজনক সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান। এছাড়া বিশ্বের বিভিন্ন নেতাদের সাথে ও শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা।

Related Articles

Leave a Reply

Back to top button