বাংলাদেশ

জুনে গ্রাহকদের সব টাকা পরিশোধ করা হবে: আলেশা মার্টের চেয়ারম্যান

আলেশা মার্টের গ্রাহকদের পাওনা সব টাকা, আগামী ৩০ জুনের মধ্যে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদার।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে আলেশা মার্টের ১০ গ্রাহকের আটকে থাকা টাকা হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান।

এ সময় তিনি চেয়ারম্যান বলেন, সাত থেকে আট হাজার গ্রাহক টাকা পায়। তাদের জন্য ২৩০ কোটি টাকা জোগাড় করতে হবে। অল্প সময়ের মধ্যে এটির সমাধান করতে পারব।

বলেন, আমাদের কাছে গ্রাহকদের প্রায় ৩০০ কোটি টাকা আটকে আছে। কোম্পানির নিজস্ব ব্যবস্থায় প্রায় ১২ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। বাকি টাকা দেওয়ার মতো অর্থ আমাদের কাছে নেই। এ জন্য আলেশা মার্ট শেয়ার বিক্রির চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি ব্যাংক ঋণ নেওয়ারও চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।

তিনি আরো বলেন, শুধু গ্রেপ্তার করে কখনোই সমাধান হতে পারে না। ব্যবসায়ীরা ভুল করলে তাদেরকে ব্যবসায়িক ওয়েতে সুযোগ দেওয়া উচিত। আইনের আওতায় যাওয়া যায় যখন কেউ অপরাধ করে, যেমন মানি লন্ডারিং ইস্যু। তাদেরকে এক ভাগও ছাড় দেওয়া যাবে না।

চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদার বলেন, যে টাকা দেশের মধ্যে থাকবে, তাদেরকে আইনগতভাবে সহায়তা করা উচিত। ভুল সুধরানোর সুযোগ দেওয়া উচিত।

এদিন বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রথম ধাপে ১০ গ্রাহককে ২৮ লাখ ৩৬ হাজার ২৮৬ টাকা ফেরত দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Back to top button