স্পোর্টেইনমেন্ট
জাপানের লিওনা হেইদারনের চরিত্রে মেহজাবিন

নীল রঙের চুলে দারুণ লুকের কিছু ছবি প্রকাশ করেছেন বর্তমান সময়ের নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।
বুধবার (২৭ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘যোদ্ধাদের রাজা ৯৬।’
না, এটি কোনো নাটক বা সিনেমার নাম নয়। লিওনা হেইদারন জাপানের তৈরি একটি ভিডিও গেম। গেমসের লিওনা হেয়দারন একটি কাল্পনিক চরিত্র। যে নানা ধরনে বাঁধার সম্মুখীন হয়ে একটা সময় চূড়ান্ত লক্ষে পৌঁছান।
জানা গেছে একটি বিজ্ঞাপনের শুটিংয়ের স্টিল ছবি এটি। স্মার্ট ফোনের বিজ্ঞাপন। যে বিজ্ঞাপনে মেহজাবিনকে লিওনা হেইদারনের চরিত্রে দেখা যাবে।
আর বিজ্ঞাপনটি আসার আগেই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো প্রকাশ করেছেন মেহজাবিন।



