জাতীয় প্রেস ক্লাবের সদস্য ও পরিবারের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ঢাকা : জাতীয় প্রেস ক্লাবের সদস্য এবং তাদের পরিবারের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও কর্পোরেট ডিসকাউন্ট হেলথ কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) জহুর হোসেন চৌধুরী হলে ক্লাবের প্রায় তিনশ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের রক্তের নমুনা সংগ্রহ ও হেলথ চেকআপসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন অভিজ্ঞ চিকিৎসকরা।
ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের সহযোগিতায় এবং জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানে পঞ্চাশ টাকায় কর্পোরেট ডিসকাউন্ট হেলথ কার্ড এবং মাত্র ১২০০ টাকায় নয়টি মেডিকেল পরীক্ষা করা হয়।
আনুষ্ঠানিকভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প ও কর্পোরেট ডিসকাউন্ট হেলথ কার্ড উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনক হোসেন, স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক একেএম মহসীন এবং ইনসাফ বারাকাহ হাসপাতালের এজিএম মুহা. হাফিজুর রহমান, বারাকাহ স্পেশালাইজড হাসপাতালের পরিচালক মো. নজরুল ইসলাম শাওন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বিপণন ও মিডিয়া) হোসাইন মোহাম্মদ দুলাল, পাবলিক রিলেশন অফিসার (পিআরও) মো. সোহরাব আকন্দ।
বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের কো-অর্ডিনেটর মো. হিরো মিয়াসহ হাসপাতালের চিকিৎসক, সেবিকা ও মেডিকেল টেকনোলজিস্টরা উপস্থিত ছিলেন।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেন, সাংবাদিকরা যদি সচেতন না হই, তাহলে ভবিষ্যতে আমাদের ক্ষতি হয়ে যাবে। আমরা আরও মেডিকেল ক্যাম্প আয়োজন করব। যেন সুচিকিৎসা নিশ্চিত করা যায়।
ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন বলেন, কিডনি রোগ ভয়াবহ আকার ধারণ করেছে। এর কারণ হলো ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ। বিশেষ করে সাংবাদিকদের বাইরে খাবার-দাবারের বেশি খেতে হয়। তাই তারা আক্রান্ত হন বেশি। নিয়মিত চেকআপ করলে সুস্থ থাকবেন সাংবাদিকরা।



