ক্রীড়াঙ্গন

চুক্তি বাতিল না করলে সাকিবের সঙ্গে সম্পর্ক রাখবে না বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অনলাইন বেটিং সাইট বেট উইনারের প্রতিষ্ঠান বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল না করলে সাকিব আল হাসানের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না।

আজ বৃহস্পতিবার দুপুরের পর ধানমন্ডির নিজ কার্যালয়ে (বেক্সিকোর হেড অফিস) তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান, এশিয়া কাপের দল এবং অধিনায়কত্ব- এসব বিষয় নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবি সভাপতি বলেন, বেটিং-সংক্রান্ত যেকোনো অনৈতিক কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা দেশের ক্রিকেটের আইনের বাইরে। এমনকি দেশের আইনেও নিষিদ্ধ। তাই দ্রুত বেট উইনারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে লিখিত চিঠিতে বিসিবিকে জানানোর কথা বলেছেন পাপন।

‘আমরা তাকে একটি চিঠি দিয়েছি। গতকাল তার চিঠির উত্তর দেওয়া হয়েছিল। শুনেছি, আজ সে জানাবে। আজ জানাক, দেখি তারপর তার ব্যাপারে সিদ্ধান্ত নেব। তবে এতটুকু বলে রাখছি, বেটিং-সংক্রান্ত কোনো কিছুর সঙ্গে সম্পর্ক রাখলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না।’

জানান, সাকিবকে নিয়ে সিদ্ধান্তে অনড় বিসিবি। দেশের আইনে অনৈতিক কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির ব্যপারে জিরো টলারেন্স নীতিতে হাঁটবে বিসিবি।

এ সময় সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের উদাহরণ টেনে পাপন বলেন, ‘সাকিবের স্পন্সর নিয়ে দ্বিতীয় চিন্তা করার কোনো সুযোগ নেই। বিসিবি প্রথম থেকেই যে অবস্থায় যা ছিল এখনও তাই আছে। যখন প্রথমে আমি আসি বিসিবিতে তখনই আমি বলেছিলাম এ ব্যাপারে জিরো টলারেন্স। বিসিবি কোনোভাবেই এটা গ্রহণ করবে না।

সাকিব আল হাসান বর্তমানে টেস্ট দলের নেতৃত্বে রয়েছেন। নেতৃত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে টি-টোয়েন্টি দলেরও। কিন্তু বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল না করলে টেস্ট দলের নেতৃত্বও তাকে হারাতে হবে বলে জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন।

সম্প্রতি আন্তর্জাতিক একটি জুয়াড়ি প্রতিষ্ঠানের (বেটিং কোম্পানি) ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষর করেছেন সাকিব। এমনকি বেটউইনার নামে সেই বেটিং কোম্পানির সাজসজ্জা নিয়ে ছবিও তুলেছেন তিনি।

বেটিং কোম্পানির সঙ্গে সাকিবের চুক্তির ঘটনায় তোলপাড় বাংলাদেশসহ আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এ নিয়ে আগে থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে আসছিল। এমনকি কারণ জানতে চেয়ে তার কাছে চিঠিও দিয়েছিল। তবে বিসিবি সরাসরি কোনো সিদ্ধান্তের কথা এর আগে জানায়নি।

Related Articles

Leave a Reply

Back to top button