
আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে এসেছেন ওয়াং তাওজেন নামের এক যুবক। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বাসিন্দা প্রেমিকার সঙ্গে রবিবার তাঁর বিয়ে হওয়ার কথা ছিল।
কিন্তু নানা জটিলতায় (৩ নভেম্বর) মঙ্গলবার বিকেল পর্যন্ত বিয়ে করানো সম্ভব হয়নি। তাই তো সুরমার ভাগ্যে কী আছে, তা নিয়ে চলছে এলাকায় নানা আলোচনা সমালোচনার ঝড়।
এদিকে বাড়িতে লোকজন সামলাতে হিমশিম খেতে হচ্ছে পরিবারের সদস্যদের। বাংলাদেশি নারীদের বিয়ে করার বিষয়ে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে ঢাকার চীনা দূতাবাস। একটি চক্র মানবপাচারে জড়িয়ে পড়েছে বলেই এ সতর্কবার্তা। এ বার্তা পৌঁছে গেছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুণ্ডা গ্রামের কোনাপাড়ায়ও।
চীনা যুবক ওয়াং তাওজেন আদালতে এসে বিয়ের এফিডেভিট করবেন—রবিবার সকাল থেকে সেই অপেক্ষা। তবে তাঁরা স্থানীয় কাজি অফিসে বিয়ে করার জন্য দৌড়ঝাঁপ করে ব্যর্থ হন।
সোমবার (৩ নভেম্বর) সকালে জানা যায়, স্বজনদের নিয়ে তাঁরা ব্রাহ্মণবাড়িয়ার আদালতে গেছেন। তবে আইনজীবীরা এফিডেভিটের মাধ্যমে বিয়ে পড়াতে অসম্মতি জানিয়েছেন। এবং তাঁদেরকে চীনা দূতাবাসে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
প্রায় দেড় মাস আগে সুরমা ও তাওজেনের মধ্যে পরিচয় একটি অ্যাপের মাধ্যমে। গত ৩১ অক্টোবর চীন থেকে তাওজেন বাংলাদেশে আসেন সুরমাকে বিয়ে করতে। তাওজেন সোমবার স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে এফিডেভিট করা হয়েছে।
সুরমা জানান, তিনি ঢাকায় চাকরি করেন।
দুই পরিবারের সম্মতির মাধ্যমে তাঁদের বিয়ের বিষয়ে একমত হলে তাওজেন বাংলাদেশে আসেন।
সুরমার মা আফিয়া বেগম শঙ্কা প্রকাশ করে বলেন, চীন নাকি অন্য দেশের মেয়েদের বিয়ে না করতে বিবৃতিও দিয়েছে। এখন যদি আইনি সমস্যা হয় তাহলে সুরমার কী হবে সেই চিন্তা করতেছি।
সুরমার চাচা বাহার মিয়া বলেন, এখন তাদের মধ্যে বিয়ে না হলে আমার ভাতিজির কী হবে। আমি এ বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করছি।



