বিনোদুনিয়া

চলে গেলেন গায়ক মিট লোফ

মার্কিন গায়ক মিট লোফ আর নেই। শুক্রবার (২১ জানুয়ারি) এই গায়কের মৃত্যুর খবর নিশ্চিত করে তার পরিবার।

ছয় দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য কর্মজীবন মিট লোফের। এই গায়কের গান ৬৫টি চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছে। তার ‘ব্যাট আউট অব হেল’ সর্বকালের সর্বাধিক বিক্রীত অ্যালবামগুলোর মধ্যে অন্যতম। বিশ্বব্যাপী তার গানের অ্যালবাম বিক্রি হয়েছে ১০ কোটিরও বেশি।
চলে গেলেন গায়ক মিট লোফ

 

মিট লোফের বিখ্যাত গানগুলোর মধ্যে ‘ব্যাট আউট অব হেল ট্রিলজি’, ‘প্যারাডাইস বাই দ্য ড্যাশবোর্ড লাইট’ এবং ‘আই শুড ডু অ্যানিথিং ফর লাভ’ ব্যাপক জনপ্রিয়তা পায়।

শুধু সংগীতেই সীমিত থাকেনি মিট লোফের কর্মজীবন। ১৯৯৯ সালে ‘ফাইট ক্লাব’ এবং ১৯৯২ সালে ‘ওয়েনস ওয়ার্ল্ড’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button