Leadরাজকূট

গণভোট নিয়ে সব দলের মতৈক্য চায় সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা হওয়ার পর রাজনৈতিক দলগুলোর মতভিন্নতা নিরসনে অন্তর্বর্তী সরকার আর কোনো উদ্যোগ নেবে না। এখন রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে মতৈক্যে পৌঁছাতে বলা হয়েছে। সে জন্য সম্ভাব্য সময় দেওয়া হয়েছে এক সপ্তাহ।

সোমবার (৩ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

আসিফ নজরুল বলেন, গণভোটের সময়সূচি, এর বিষয়বস্তু ও জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে আমরা দ্রুততম সময়ের মধ্যে—সম্ভব হলে এক সপ্তাহের মধ্যেই— অভিন্ন মত চাই।

আসিফ নজরুল বলেন, গণঅভ্যুত্থানপন্থী রাজনৈতিক দলগুলোর অভিন্ন অবস্থানের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার পরবর্তী ব্যবস্থা নেবে। যদি রাজনৈতিক দলগুলো অভিন্ন অবস্থান নিতে ব্যর্থ হয়, তাহলে সরকার নিজ উদ্যোগেই সিদ্ধান্ত নেবে।

অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে অঙ্গীকারবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button