
বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোকে ভাসছে সারাদেশ। তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে উপদেষ্টা পরিষদ বিভাগ।
পাশাপাশি সাত দিনের শোক ঘোষণা করেছে তার দল বিএনপি। তবে রাষ্ট্র বা দল শুধু নয়, সাবেক প্রধানমন্ত্রীকে হারিয়ে শোকাচ্ছন্ন হয়ে পড়েছেন সাধারণ মানুষও। কোরআন তেলাওয়াত ও দোয়াসহ নানাভাবে খালেদা জিয়ার প্রতি শোক-শ্রদ্ধা জানাচ্ছেন তারা।
বেগম জিয়ার মৃত্যুতে দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও পেশাজীবী সংগঠন শোক প্রকাশ করেছে। সারাদেশে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতার্মীরাও শোকে কাতর হয়ে পড়েছে। জানা গেছে, শোক নিয়ে সারাদেশের হাজার হাজার দলীয় নেতাকর্মী বেগম জিয়ার জানাজায় অংশ গ্রহণের জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।
লিভার সংক্রান্ত জটিলতা, কিডনি সংক্রান্ত জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আথ্রাইটিস ও ইনফেকশনজনিত সমস্যাসহ বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর থেকে তিনি বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। ৪০ দিন ধরে চিকিৎসাধীন খালেদা জিয়াকে মঙ্গলবার ভোর ৬টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।



