ক্রীড়াঙ্গন
কিউইদের হারিয়ে ফাইনালে ভারত

বিশ্বকাপের ১৩তম আসরে স্বাগতিক ভারতকে তেমন চ্যালেঞ্জ জানাতে পারেনি কোনো দলই। সেই ভারতীয় দলকে রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছিলেন ড্যারেল মিচেল এবং কেন উইলিয়ামসন। পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে এই দুই ব্যাটারের ব্যাটে আশা দেখছিল কিউইরা। তবে মোহাম্মদ শামির তোপে বিপর্যস্ত হয়ে শেষমেশ হার নিয়েই মাঠ ছাড়তে হয় উইলিয়ামসনের দলকে।
বুধবার (১৫ নভেম্বর) বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়েছে ভারত। ভারতের দেয়া ৩৯৮ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া ৪৮ ওভার ৫ বলে ৩২৭ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড।
এই জয়ে অপরাজিত থেকে বিশ্বকাপের ফাইনালে উঠলো ভারত। গ্রুপ পর্বে ৯ জয়ের পর এবার সেমিফাইনালেও কিউইদের উড়িয়ে দিয়েছে তারা। রোহিত শর্মার দলের সামনে এবার সুযোগ অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দল হিসেবে অপরাজিত বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার।



