রাজকূট

করোনায় বিএনপি সরকারের প্রতিমন্ত্রীর মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন বিএনপি জোট সরকারের সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদক প্রতিমন্ত্রী মেজর জেনারেল (অব.) আনোয়ারুল তালুকদার।

রবিবার (১০ মে) দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

রবিবার দুপুর ২টা ২৫ মিনিটে সিএমএইচ হাসপাতাল আনোয়ারুল কবির মারা যান। তিনি এতদিন কোভিড-১৯ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

২০০১ সালে জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন আনোয়ারুল কবির। তিনি বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ভাতিজা ছিলেন। অষ্টম জাতীয় সংসদে আনোয়ারুল কবির প্রথম দিকে জোট সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এরপর তিনি বিএনপি চেলে লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) যোগ দেন। এক পর্যায়ে রাজনীতি নিষ্ক্রিয় হয়ে পড়েন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button