করোনায় গর্ভবতীদের স্বাস্থ্য সুরক্ষা

শিবলী নোমান আর মারিয়া দম্পতির ঘর আলো করে গত রবিবার এসেছে ফুটফুটে কন্যা সন্তান। ডাক্তারের পরামর্শে করোনা ভাইরাসমুক্ত থাকতে, গর্ভকালীন পুরোটা সময়জুড়ে নিয়েছেন নানাধরনের বাড়তি সতর্কতা।

এদিকে, রাজু আহমেদ ও আয়েশা আফরোজ উচ্চতর শিক্ষার জন্য কয়েকমাস আগে বাংলাদেশ থেকে পাড়ি জমিয়েছিলেন লন্ডনে। সম্প্রতি তারা জানতে পেরেছেন তাদের পরিবারে নতুন অতিথির আগমন হতে চলেছে। করোনা ভাইরাসের আতঙ্ককে সঙ্গে নিয়েই দিন কাটছে এ দম্পত্তির।
বাংলাদেশ কিংবা বিশ্বের যেকোন দেশে গর্ভবতীরা করোনা ভাইরাসের আতঙ্ককে দিন পার করছেন।
এবারের শুক্রবারের বিশেষ আয়োজনে জানবো, অন্তঃসত্ত্বা বা যাঁরা সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন তারা কতটা করোনা ঝুঁকিতে আছেন? আর এ বিষয়ে কি পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা?
গর্ভবতী নারীরা কতটা ঝুঁকিতেঃ
সম্প্রতি ২৩ এপ্রিল যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানীর প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, করোনায় আক্রান্ত গর্ভবতী নারীরা ৫০ শতাংশ বেশি জটিলতায় ভুগেন।

বিশ্বের ১৮টি দেশের মোট ২ হাজার ১০০ জন গর্ভবতী নারীর ওপর এই গবেষণা পরিচালনা করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, নবজাতকদের মধ্যে নতুন কোভিড-১৯ এর সংক্রমণ, তিনগুণ ঝুঁকি বেড়ে যায়। অন্যদিকে, আক্রান্ত গর্ভবতী নারীরাও গুরুতর জটিলতার মুখোমুখি হন । যেমন নির্ধারিত সময়ের আগে নবজাতকের জন্মদান, উচ্চ রক্তচাপ, অঙ্গ ব্যর্থতার ঝুঁকিসহ অকাল মৃত্যুও হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, সন্তান ধারণ করেছেন কিংবা করবেন বা যাঁরা সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন, তাদের করোনা থেকে দূরে থাকতে টিকার কোনো বিকল্প নেই। সেসঙ্গে মানতে হবে স্বাস্থ্যবিধি।

জনস্বাস্থ্য ইনস্টিটিউটের জীবাণুবিদ ডা. আয়শা আকতার এবং টিবি হাসপাতালের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার জানান, গর্ভাবস্থায় রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই এই সময় যেকোনো ফ্লু বা অন্য কোনো সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। তাই ঝুঁকিতে থাকা গর্ভবতীদের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে, করোনার টিকা নেয়ার পরামর্শ তার।
গর্ভকালীন ও গর্ভপরবর্তী সময়ে সুস্থতায় করণীয়ঃ
গর্ভকালীন এবং গর্ভ-পরবর্তী সময়ে নিয়মিত স্বাস্থ্যসেবা পেতে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখা। চিকিৎসকের পরামর্শক্রমে শিশু জন্মদানের সম্ভাব্য স্থান, সময় এবং উপায় বিষয়ে আগাম পরিকল্পনা করে রাখা। গর্ভকালীন কিংবা প্রসবপরবর্তী সময়ে মানসিক অবসাদ/দুশ্চিন্তায় ভুগে থাকেন, সে বিষয়ে খেয়াল রাখা। গর্ভকালীন টিকা নিশ্চিত করা। করোনা উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া।

মোহাম্মদপুর মা ও শিশু হাসপাতালের পরিচালক, ডাক্তার মুনীরুজ্জামান সিদ্দিকী জানান, প্রতিমাসে গড়ে প্রায় ৬ শ’ বেশি সন্তান প্রসব হয় এ হাসপাতালে । বর্তমানে জ্বর, কাশিতে আক্রান্ত হয়ে বেশি আসছেন গর্ভবতী নারীরা।
তিনি আরো জানান, সম্প্রতি এ হাসপাতালে সদ্য ভুমিষ্ট শিশুদের করোনা ভাইরাসের পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে, ইতোমধ্যে টেস্টে আগস্ট মাসে একজন শিশুর করোনা পজেটিভ ধরা পড়েছিল। এর মাধ্যমে বোঝা যাচ্ছে, সদ্য ভুমিস্ট শিশুরও করোনা ভাইরাসে আক্রান্তের ঘটনা ঘটছে। তাই মা আর শিশুকে করোনা ভাইরাসের ঝুঁকিমুক্তু রাখতে টিকা নেয়ার পাশাপাশি সবসময় চিকিৎসকের পরামর্শ মেনে চলার পরামর্শ মোহামাদপুর মা ও শিশু হাসপাতালের পরিচালক, ডাক্তার মুনীরুজ্জামান সিদ্দিকী’র।
আর বুকের দুধ খাওয়ানের ক্ষেত্রে মা থেকে সন্তানের মাঝে কোভিড-১৯ এর সংক্রমণ হয় না। তাই আক্রান্ত মা নিশ্চিন্তে বুকের দুধ খাওয়াতে পারবেন। তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করে খাওয়াতে হবে। হাত ভালো করে পরিষ্কার করে নিতে হবে ও মুখে মাস্ক পরতে হবে খাওয়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
গর্ভবতী নারী ও মাতৃদুগ্ধদানকারী মায়ের করোনা টিকা:
গত ৮ আগস্ট থেকে অন্তঃসত্ত্বা ও প্রসূতি মায়েদের টিকা দেয়ার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর।
তবে এ সিদ্ধান্ত লিখিতভাবে ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে না পৌঁছানোর কারণে সঠিক চিকিৎসা সেবা দিতে পারছে না স্বাস্থ্যকর্মীরা। এ বিষয়ে, সাভারের ভাকুর্তার ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার কল্যাণ পরিদর্শিকা নাজমিন আক্তার নিউজ নাউ বাংলা কে জানান, করোনার কারণে গর্ভবতীদের মাঝে এক ধরণের ভীতি কাজ করে। এ ভীতি দূর করতে টিকা নেয়ার বিষয়ে তাদের উদ্বুদ্ধ করতে পারছেন না তারা। দ্রুত এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
করোনা ভাইরাসের প্রকোপ থেকে দূরে থাকতে, সব গর্ভবতী নারীরা খুব দ্রুত টিকার আওতায় আসবে এমনটাই আশা সংশ্লিষ্ট সবার।


