কচ্ছপ গতিতে চলছে ধলেশ্বরী সেতু নির্মাণ কাজ, বাড়ছে এলাকাবাসীর ভোগান্তি

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সাথে ঢাকার সহজ ও যানজট মুক্ত যাতায়াতের পথটি চালু হচ্ছে না মোল্লা বাজার ব্রিজ নির্মাণে কচ্ছপ গতির কারণে।
জনগুরুত্বপূর্ণ এ সেতুটি ৩ বার ঠিকাদার পরিবর্তন করলেও কাজ শেষ হয়নি। এ সেতু নির্মাণ হলে মাত্র ২০ মিনিটে রাজধানী শহর ঢাকায় যেতে পারবে মুন্সীগঞ্জবাসী।

জেলার চার উপজেলার যোগাযোগ সহজ করতে সিরাজদিখান উপজেলা ও দক্ষিণ কেরানীগঞ্জের মধ্য দিয়ে প্রবাহিত ধলেশ্বরী শাখা নদীর ওপর চলছে সেতু নির্মাণকাজ।
এ সেতুর নির্মাণ কাজ দুই বছর আগে শেষ হওয়ার কথা ছিল। সময় বাড়িয়েও তা সম্ভব হয়নি। কবে কাজ শেষ হবে, তা বলতে পারছেন না কেউই।
এলজিইডি সূত্রে জানা যায়, ৩৩ কোটি ২৭ লাখ ৪২ হাজার টাকা ব্যয়ে ২০১৮ সালের ৬ জুলাই সেতুটির নির্মাণকাজ শুরু হয়। আটটি খুঁটির ওপরে সাতটি স্প্যান বসিয়ে নির্মাণ করা হবে ২৫২ মিটার দৈর্ঘ্য ও ১০ মিটার প্রস্থের সেতুটি।
সুরমা এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছে ২০২০ সালের ৫ ডিসেম্বর সেতুর কাজ শেষ হওয়ার কথা ছিল। এর মধ্যে কাজের মেয়াদ দুই বছর বাড়ানো হয়। তা ও শেষ হয়নি কাজ। ৪ বছরেও কাজ হয়েছে ৬০ শতাংশ।
কেরানীগঞ্জ এলজিইডি প্রকৌশলী মাহমুদল্লাহ জানান, করোনাকালীন কাজের গতি কম ছিল। সেই সঙ্গে জমি অধিগ্রহণ সম্পূর্ণ হয়নি। এসব কারণে সেতুর কাজ এখনো সম্পন্ন হয়নি। কাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলা হয়েছে।
সেতুটি হলে মুন্সিগঞ্জ সদর থেকে ঢাকার পোস্তগোলা পর্যন্ত দূরত্ব দাঁড়াবে ৩০ কিলোমিটার, লৌহজং থেকে ২২ কিলোমিটার, টঙ্গীবাড়ী থেকে ১৭ কিলোমিটার, সিরাজদিখান থেকে ৪ কিলোমিটার। এ বিষয়ে জানতে সুরমা এন্টারপ্রাইজের ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে কথা বলতে চাইলে তারা কথা বলতে রাজী হননি।
সেতু এলাকা দক্ষিণ কেরানীগঞ্জের মোল্লার হাট এলাকায় দেখা যায়, নদীর পূর্বপাশে নির্মাণাধীন সেতুর তিনটি পিলার নির্মাণ করা হয়েছে। পিলারের ওপর দুটি স্প্যানের ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। ধলেশ্বরী নদীর পশ্চিম পাড়ে আরও তিনটি পিলার দাঁড়িয়ে আছে এর মধ্যে দুটি পিলারের ওপর একটি স্প্যান নির্মান কাজ চলছে। তবে নদীর মধ্যখানে পিলার দুটি এখনো নির্মাণ হয়নি। নির্মাণসামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে আছে।
নির্মাণাধীন সেতুর ঠিক দক্ষিণ পাশ দিয়ে ছোট একটি দেশীয় ফেরিতে মুন্সিগঞ্জ সদর, লৌহজং, সিরাজদিখান ও টঙ্গিবাড়ী উপজেলার মানুষেরা ঢাকায় যাতায়াত করছেন। এ পথে নিয়মিত যাতায়াতকারী লোকজন জানালেন, মোল্লারহাট সেতুটি হয়ে গেলে মুন্সিগঞ্জ সদর, টঙ্গিবাড়ী, লৌহজং ও সিরাজদিখান উপজেলার প্রায় ১৫ লাখ মানুষের ঢাকাসহ আশাপাশের জেলাগুলোতে যাতায়াতে সময়, অর্থ, ভোগান্তি কমে যাবে।
স্থানীয় লোকজন জানান, নদীর দুই পারে দেশের শীর্ষস্থানীয় একাধিক হাউজিং কোম্পানীর প্রকল্প রয়েছে। তাঁরা কম দামে জমি ক্রয়ের জন্য সেতু নির্মাণে ষড়যন্ত্র করছে। এ ছাড়া প্রতিদিন অর্ধলাখ মানুষ ও পণ্যসামগ্রী নৌযান দিয়ে নদী পারাপার হয়। সেখানেও টাকার ছড়াছড়ি। এ জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারেরা স্থানীয় প্রভাবশালী ও জমি ব্যবসায়ীদের সুবিধা দিতে সেতুর কাজ কখনো বন্ধ, কখনো ধীরগতিতে চলে।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল বিন কবির জমি অধিগ্রহনে জটিলতা, সয়েল টেস্ট রেজাল্টের বেশকমের কারণে সময় বেশি লাগছে। ২০২৩ সালের মধ্যেই কাজ শেষ হবে।



