বিশ্ব

কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী দিল্লী হাসপাতালে ভর্তি

ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে কোভিডজনিত অসুস্থতার চিকিৎসার জন্য শ্রী গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রবিবার দুপুরে এক প্রতিবেদনে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

কংগ্রেস মহাসচিব ও প্রধান মুখপাত্র রনদীপ সুর্যেওয়ালা টুইট বার্তায় বলেন, ‘কংগ্রেস সভানেত্রী শ্রীমতি সোনিয়া গান্ধীকে কোভিড জনিত অসুস্থতার চিকিৎসার জন্য আজ গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

সুর্যেওয়ালা আরো বলেন, ‘তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং পর্যবেক্ষণের জন্য তাকে আরো কয়েকদিন হাসপাতালে রাখা হবে। আমরা সভানেত্রীর জন্য উদ্বেগ ও শুভ কামনা জানানোয় কংগ্রেসের সকল সদস্য ও সদস্যা এবং শুভাকাক্সক্ষীদের ধন্যবাদ জানাচ্ছি।’

Related Articles

Leave a Reply

Back to top button