আন্তর্জাতিক

ওড়িশায় আঘাত হেনেছে ইয়াস

ভারতের উড়িষ্যায় আঘাত হেনেছে, অতি প্রবল এ ঘূর্ণিঘঝড় ‘ইয়াস’।

ঘণ্টায় ১৩০-১৪০ কি.মি বেগে রাজ্যের বালেশ্বরের কাছে ধামড়ায় আছড়ে পড়তে শুরু করেছে ঘূর্ণিঘঝড়টি।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, উড়িষ্যার বালেশ্বরের কাছে ধামড়ায় আছড়ে পড়তে শুরু করেছে ঘূর্ণিঝড় ইয়াস। ঝড়ের বেগ ঘণ্টায় ১৩০-১৪০ কি.মি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৫৫ কিমি।

পশ্চিমবঙ্গের মধ্যে ঝড়ের মুখে সবচেয়ে বেশি পড়বে পূর্ব মেদিনীপুর। আজ সকাল থেকেই পূর্ব মেদিনীপুরে ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ৯০-১০০ কি.মি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৪৫ কিমি।

তবে কলকাতায় ঝড়ের দাপট তুলনায় কম হবে। কলকাতায় আমপানের মতো পরিস্থিতি হবে না বলে জানিয়েছেন পূর্বাঞ্চলীয় কর্মকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

আগামী ৩ ঘণ্টা ওড়িশাসহ ভারতের উপকূলীয় বিভিন্ন অঞ্চলে তাণ্ডব চালাবে অতি প্রবল এ ঘূর্ণিঘঝড় ‘ইয়াস’।

Related Articles

Leave a Reply

Back to top button