
বিশ্ব
ইউক্রেন পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব
রাশিয়া-ইউক্রেনের চলমান যুদ্ধ নিয়ে বৈঠকের জন্য মস্কো সফরের পর ইউক্রেনে পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সেখানে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
বুধবার এক টুইটবার্তায় ইউক্রেনে পৌঁছানোর তথ্য নিজেই জানিয়েছেন অ্যান্তোনিও গুতেরেস। [ সূত্র: বিবিসি ]।
জাতিসংঘের মহাসচিব টুইটারে লেখেন, ‘মস্কো সফরের পর আমি ইউক্রেনে পৌঁছেছি। আমরা মানবিক সহায়তা সম্প্রসারণের কাজ চালিয়ে যাব এবং সংঘাতপূর্ণ এলাকা থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করব। এ যুদ্ধ যত তাড়াতাড়ি শেষ হবে, ইউক্রেন, রাশিয়া ও বিশ্বের স্বার্থে ততই ভালো হবে।’

