Leadঅপরাধ-আদালতচট্রগ্রামজেলার খবর

আসামি ধরতে গিয়ে অবরুদ্ধ এএসআই ও পুলিশের সোর্স!

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : মাদক মামলার আসামিকে ধরতে গিয়ে এলাকাবাসীর অবরুদ্ধের শিকার হলেন পুলিশের এক এএসআই ও সোর্স।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের নলগুড়িয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নলগুড়িয়া পূর্বপাড়া গ্রামে মাদক মামলার আসামি এমরানকে ধরতে সোর্স কাউছারকে নিয়ে অভিযানে যায় এএসআই শেখ সাদী।

আসামি এমরানকে না পেয়ে তার ভাই রাসেল মিয়াকে মারধর করে পুলিশ। তাকে বাঁচাতে এসে স্বজন ও এলাকাবাসীও হেনস্থা হয়। একপর্যায়ে এলাকাবাসী এএসআই ও সোর্সকে আটকে রাখেন।

মারধরে আহত অবস্থায় রাসেল মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ইউপি সদস্য বাচ্চু মেম্বার ও সিংগারবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সজলের মধ্যস্থতায় ওসি শহিদুল ইসলামের বিচারের প্রতিশ্রুতি দিয়ে এলাকাবাসী থেকে ছাড়ানো হয় পুলিশের সোর্স কাউছার ও এএসআই শেখ সাদীকে।

এ বিষয় জানতে এ এস আই শেখ সাদীকে কয়েকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ ব্যাপারে বিজয়নগর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, এ এস আই সাদী সাজাপ্রাপ্ত আসামি ধরতে গিয়েছিল। তার ভাই আসামীকে পালিয়ে যেতে সাহায্য করেছে। পুলিশকে কেউ আটক করেনি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জানা গেছে, বিজয়নগরের শীর্ষ মাদক কারবারিরা ধারাছোঁয়ার বাইরে রয়েছে। এসব ঘটনায় পুলিশ ও কয়েকজন সোর্সের অত্যাচারে অতিষ্ঠ এলাকার সাধারণ মানুষ।

অভিযোগ আছে, সোর্সদের অনেকেই মাদক কারবারে জড়িত রয়েছে। এসব সোর্সদের যোগসাজসে পুলিশ অনেককে হয়রানি করে থাকে। এই সোর্সদের মাধ্যমে মামলা বাণিজ্য এখন রমরমা চলছে!

Related Articles

Leave a Reply

Back to top button