আউটসোর্সিং কর্মীদের বেতনের টাকা ভাগ-বাঁটোয়ারার তথ্যফাঁস!

কামাল হোসেন বিপ্লব, প্রধান অপরাধ প্রতিবেদক, ঢাকা : সারাদেশে সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং কর্মী সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। কখনো রাজনৈতিক খোলসে, কখনো অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে, আবার কখনোবা ‘মামা-চাচা’র দাপটে এরা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে।
সরকারি কাজ পাওয়া থেকে শুরু করে আউটসোর্সিং কর্মী সরবরাহে, অর্থ ছাড়ে এবং কর্মীদের বেতন আটকে ফায়টা লুটে যাচ্ছে আউটসোর্সিং প্রতিষ্ঠানগুলো। নিয়ম-নীতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কার্যক্রম চালাচ্ছে অসাধু এ চক্রটি।
২০১৯ সালে আউটসোর্সিং কর্মী নিয়োগ শুরুর সময় থেকে গণআন্দোলনে সরকার পরিবর্তনের পরও এরা আছে ‘দাপুটে’ ভাব নিয়েই। তাদের অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতি নিয়ে নিউজ নাউ বাংলার অনুসন্ধানী পর্ব-১ ছিল ‘অনিয়মের রাজত্ব গড়েছেন ভোলার আউটসোর্সিং এজেন্ট ‘জাকির ট্রেডার্স’।
তবে প্রতিবেদন প্রকাশের পর ভোলা জেলার বিভিন্ন অনলাইন গণমাধ্যমে এই প্রতিবেদনের বিরুদ্ধে প্রতিবাদ ছাপিয়েছেন ‘জাকির ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী। অথচ নিউজ নাউ বাংলার প্রতিবেদকের কাছে অনিয়মের বিষয়টি নিজেই স্বীকার করেছিলেন জাকির ট্রেডার্সের মালিক জাকির হোসেন।
তার সেই কথোপকথনের অডিও রেকর্ড শুনুন নিউজ নাউ বাংলার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেইজ ও অন্যসব সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে।
সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং কর্মী নিয়োগে অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির তৃতীয় পর্বে তুলে ধরা হবে- ‘৯ মাস বেতন পাচ্ছেন না নরসিংদী হাসপাতালের আউটসোর্সিং কর্মীরা’।



