স্পোর্টেইনমেন্ট

আইপিএল খেলতে সপরিবারে দুবাইয়ে কোহলি

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বাকি অংশের ম্যাচ খেলতে স্ত্রী আনুশকা শর্মাকে নিয়ে আরব আমিরাতে পৌঁছেছেন।

নিজের ইনস্টাগ্রাম আইডিতে আনুশকার একটি ছবি পোস্ট করে নিচে ক্যাপশনে লিখেছেন, হ্যালো আরব আমিরাত। আমরা চলে এসেছি।

ম্যানচেস্টারে করোনার কারণে ইংল্যান্ডের সাথে সিরিজের পঞ্চম টেস্টটি স্থগিত হলে ভারত অধিনায়ক ভাড়া করা চার্টার্ড বিমানে করে পেসার মোহাম্মদ সিরাজকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে পা রাখেন।

আগামী ২০ সেপ্টেম্বর আইপিএলের আরব আমিরাত পর্বের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

করোনা প্রকোপের কারণে আইপিএল বন্ধ হয়ে যাওয়ার আগে পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে বিরাট কোহলির দল। তাদের ওপরে রয়েছে দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস।

Related Articles

Leave a Reply

Back to top button