অপরাধ-আদালতএনএনবি বিশেষঢাকা

আইন ভেঙে রিমান্ড, কারাগার!

গৃহকর্মী হালিমার জন্মসনদে বয়স ১৫, পুলিশের দাবি ১৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে ৫৫ লাখ টাকা চুরির ঘটনায় তিন মাসের বেশি সময় ধরে কারাগারে গৃহকর্মী হালিমা আক্তার রয়েছেন। দুদিনের রিমান্ডেও ছিলেন তিনি। তবে প্রশ্ন উঠেছে তার বিচারিক প্রক্রিয়া নিয়ে। জন্মসনদ অনুযায়ী হালিমার বয়স ১৫ বছর হলেও তাকে প্রাপ্তবয়স্ক ধরে রিমান্ড দেওয়া হয়েছে।

শিশু আইন অনুযায়ী, পুলিশি হেফাজতের পরিবর্তে শিশু উন্নয়ন কেন্দ্রে রাখা উচিত। রিমান্ডের বিধান শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে হালিমার ক্ষেত্রে এটি মানা হয়নি।

পুলিশের দাবি, হালিমার বয়স ১৮ বছর, কিন্তু জন্মসনদ ও বিদ্যালয়ের রেজিস্ট্রার খাতায় তার বয়স ১৫ বছর। এছাড়া পুলিশ প্রতিবেদনের সঙ্গে জন্মসনদ ও বিদ্যালয় নথিতে দেওয়া বাবা-মায়ের নামেরও মিল নেই।

এজন্য আদালত জরুরি ভিত্তিতে মেডিকেল পরীক্ষার মাধ্যমে বয়স নির্ধারণের নির্দেশ দিয়েছেন। কিন্তু প্রতিবেদন দাখিল না হওয়ায় হালিমার আরও এক মাস কারাগারে কেটে গেছে।

হালিমার আইনজীবী শফিকুল ইসলাম সবুজ খান বলেন, এফআইআরে মেয়েটির বাবা-মায়ের নাম একরকম, পুলিশ ফরওয়ার্ডিংয়ে অন্যরকম এবং রিমান্ড প্রতিবেদনে আরেকরকম। বাবা-মায়ের ভিন্ন নাম নিয়ে আদালত বিব্রতবোধ করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপ-পরিদর্শক মোহাম্মদ তানভীর তুষার জানান, বাদী যে বয়স দিয়েছেন, সেভাবেই আমরা রিমান্ড আবেদন করেছি। আদালত অনুমোদন দিয়েছেন।

আইন বিশেষজ্ঞরা বলছেন, বয়স নিশ্চিত না করে রিমান্ডের অনুমোদন দায়িত্বে গাফিলতি।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেসবাহ মন্তব্য করেন, রিমান্ড মঞ্জুরের আগে তার বয়স যাচাই করা উচিত ছিল। তদন্ত কর্মকর্তার গাফিলতির জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।

শিশু অধিকারকর্মী ওয়াহিদা বানু বলেন, এই পরিস্থিতি শিশুর উপর নেতিবাচক প্রভাব ফেলবে। সে বড়দের ও রাষ্ট্রকে নিয়ে খারাপ ধারণা পাবে।

মামলার অভিযোগ অনুযায়ী, ২৯ মে রাতে বাদী জমি কেনার জন্য ব্যাংক থেকে ৫৫ লাখ টাকা তুলে বাসার বক্স খাটের নিচে লাগেজে রাখেন।পরের দিন সকাল ৯টায় আসামিরা বাসায় কাজ করতে আসেন। কাজ শেষে তারা টাকা নিয়ে চলে যান। এরপর ঘরের আশপাশে খোঁজাখুঁজি করেও টাকা পাওয়া যায়নি।

বাদী পরে জানতে পারেন, ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-এ, রোড-১৪, বাসা-৩২৭, ষষ্ঠ তলার বেডরুমের খাটের নিচে রাখা লাগেজ থেকে নগদ ৫৫ লাখ টাকা চুরি করা হয়েছে। এরপর আসামিরা আত্মগোপন করেন। মামলাটি ভাটারা থানায় করেন সাদিয়া আক্তার সাথী।

Related Articles

Leave a Reply

Back to top button