Leadবাংলাদেশ

অভিভাবকরা স্বাস্থ্যবিধি না মানায় শিক্ষামন্ত্রীর অসন্তোষ

প্রথম দিনে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানা নিয়ে সন্তোষ হলেও অভিভাবকরা স্বাস্থ্যবিধি মানা না নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ রবিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর আজিমপুর গভর্মেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে স্কুল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অভিভাবকরা যথাযথভাবে স্বাস্থ্যবিধি মানছেন না বলে অসন্তোষ প্রকাশ করেন দিপু মনি।

অনেক অভিভাবকরা কেউই সামাজিক দূরত্ব মেনে চলছেন না। সন্তানদের জন্য স্কুলের দড়জায় অপেক্ষমান থাকছেন। এবং অভিভাবকরা পরস্পর একসঙ্গে গল্পে মসগুল থাকতে দেখা গেছে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অভিভাবকদের স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা শিক্ষার্থীদের স্কুলে নিয়ে এসে সম্ভব হলে বাসায় চলে যাবেন। অথবা সামাজিক দূরত্ব বজায় রেখে বিদ্যালয়ের বাইরে অপেক্ষা করবেন।’

একইসঙ্গে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধির নিয়মের অবহেলার কারণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠের ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুশিয়ারি দেন শিক্ষামন্ত্রী৷

বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে দীপু মনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে বিশ্ববিদ্যালগুলোর অ্যাকাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেট সিদ্ধান্ত নিবে। এ বিষয়ে উপাচার্যদের সঙ্গে গত মাসে একটি মিটিং হয়েছে, এ সপ্তাহে আরেকটি মিটিং করব৷ সেখানে মধ্য অক্টোবরের আগে বিশ্ববিদ্যালয় খোলা যায় কিনা তাদের কাছে তা জানতে চাইবো৷ এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত।’

Related Articles

Leave a Reply

Back to top button