আন্তর্জাতিক

অভিনেত্রী আলিদুস্তিকে মুক্তি দিল ইরান

ইরানে হিজাব ইস্যুতে চলমান বিক্ষোভে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার হওয়া বিশিষ্ট অভিনেত্রী তারানেহ আলিদুস্তিকে মুক্তি দিয়েছে দেশটির আদালত। প্রায় তিন সপ্তাহ কারাভোগের পর বুধবার (৪ জানুয়ারি) তাকে মুক্তি দেওয়া হয়। বার্তা সংস্থা আইএসএনএ-এর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে, আসগর ফারহাদির অস্কার বিজয়ী চলচ্চিত্র ‘দ্য সেলসম্যান’ ছবির অভিনেত্রী তারানেহ আলিদুস্তি জামিনে মুক্তি পেয়েছে। তার মা নাদেরেহ হাকিম এলাহি মুক্তির কয়েক ঘন্টা আগে ইন্সটাগ্রামে একটি পোস্ট দিয়ে মুক্তির বিষয়টি জানান।
মুক্তির প্রসঙ্গে আলিদুস্তির আইনজীবী জাহরা মিনোইয়ে জানান, আলিদুস্তিকে জামিন দেওয়ার পর বুধবার মুক্তি দেওয়া হয়েছে।
এর আগে ১৭ ডিসেম্বর আলিদুস্তিকে ইন্সটাগ্রামে এক পোস্ট দেওয়াকে কেন্দ্র করে আটক করা হয়। নৈতিকতা পুলিশের হেফাজতে মাসা আমিনির মৃত্যুর পর সারাদেশব্যাপী বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ ঠেকাতে ইরান ধরপাকড় শুরু করে। আটককৃত অনেকের বিরুদ্ধে মৃত্যুদণ্ডও দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Back to top button