
আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : জন্মের আধাঘণ্টা পরই নবজাতককে বিক্রি করে দিয়েছিলেন মা-বাবা। বিনিময়ে পাওয়া টাকায় কেনা চাল দিয়ে দেড় বছর সংসার চালিয়েছেন ওই দম্পতি! এবার একই দম্পতি নিজের ১৪ দিনের নবজাতককেও তুলে দিলেন অন্যের হাতে।
এই দম্পতি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে বসবাস করেন। থাকেন অন্যের জায়গায় তোলা ঘরে। বাবা মোহাম্মদ আলী লালনের ভাষ্যমতে, ‘কাছা (পাকাপোক্ত না) থাকতেই দেলাইছলাম পুলাডারে। মার বুকের দুদটা খাওয়াইবার টাইম দিছে না। কতা জখন দেলাইছি এর লাইগ্যা কিছু কইতামও পারি না। কই আছে কার কাছে আছে পুলাডা ইতা ত আমি অহন অ জানি না।’
ওই সন্তানটি ছিল লালন-মারুফা দম্পতির ষষ্ঠ সন্তান। মাস দেড়েক আগে জন্ম নেওয়া সপ্তম সন্তানও তাঁরা বিক্রি করে দিয়েছেন। জন্মের ১৪ দিনের মাথায় সন্তানটিকে তুলে দিয়েছেন অন্যের হাতে। এবারও বিনিময়ে মিলেছে টাকা।
লালন বলেন, ‘কিতা আর করুম কন। অতলা পুলামায়া লইয়া ত আর চলতাম পারি না। খাওন দিতাম পারি না। তবে আমি ত পুলাপান বেছি না। যারা নে হেরা খুশি হইয়া আমারে যা দে তা অই রাহি। এইবার দিবার সম কাগজ কইরা দিছি। যাতে মাইজে মাইজে পুলাডারে দেকতাম পারি। তবে পুলা কুন বাড়িত গেছে জানি না।’
লালন ভবঘুরে। স্ত্রী মারুফা বেগম করেন ভিক্ষা। বিয়ের ১০ বছরে সাত সন্তান তাঁদের। দারিদ্র্যের কষাঘাতে তাঁদের জীবন বিবর্ণ। নাড়ি ছেঁড়া ধনও যেখানে তুচ্ছ। দুই বেলা দুমুঠো ভাতের নিশ্চয়তা নেই।
মারুফা বলেন, ‘আমডারে তো আর কেউ কুনু বুদ্ধি দে না। খাই না খাই তহন ত কেউ জিগানা। সরকারঅ কুস্তা দে না। মাইনসের কাছে আত পাইত্তা চলি। দুইডা পুলারে দেলাইছি অইন্ন মাইনসেরে। কুনু উপায় আছলো না। হেদিন (সর্বশেষ) যেইডারে দিছি হিডারে না দিলে তা বাছাইতাম অই পারতাম না। অসুক অইলেও ওষুধ খাওয়াইতাম পারতাছিলাম না।’
বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ সদস্য মো. গোলাপ মিয়া বলেন, মূলত দারিদ্র্যের কারণেই দুই সন্তান তারা বিক্রি করে দেয়। বিনিময়ে কিছু টাকা ও চাল পায়। পরিবারটির জন্য কি করা যায় এ নিয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছি।
এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল বলেন, ওই পরিবারের নারী সদস্যটি ভিক্ষা করেন। ভিক্ষুকদের বিষয়ে আমাদের একটি প্রকল্প আছে। এটিসহ অন্য কোনো উপায়ে পরিবারটিকে সহায়তা করা যায় কি না সে বিষয়ে চিন্তা করা হচ্ছে।



