আন্তর্জাতিক

আফ্রিকার বুরকিনা ফাসোতে হামলা; নিহত ১৩২

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর একটি গ্রামে সশস্ত্র হামলায় অন্তত ১৩২ জন নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট রোচে কাবোর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

শনিবার (৫ জুন) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রামটির নাম সোলহান। রাতভর সেখানে হামলার ঘটনায় বাড়ি এবং স্থানীয় বাজার পুড়িয়ে দেওয়া হয়েছে।

আফ্রিকার

বুরকিনা ফাসোতে নিরাপত্তা সংকট ক্রমেই গভীর হচ্ছে। এই অঞ্চলের বিস্তৃত এলাকা জুড়ে সশস্ত্র গোষ্ঠীরা অভিযান আর অপহরণ চালিয়ে যায়। সন্ত্রাসী হামলার উত্থান ঠেকাতে গত মে মাসে বড় ধরনের অভিযান শুরু করে বুরকিনা ফাসোর সেনাবাহিনী। গত দুই বছরে সন্ত্রাসী হামলায় বাস্তুচ্যুত হয়ে পড়েছে অন্তত ১০ লাখ মানুষ।

বরুকিনা ফাসো সরকার হামলার ঘটনাটিকে কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করেছে। তবে, এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

নিরাপত্তা বাহিনীর একটি সূত্র এএফপিকে জানিয়েছে, আততায়ীরা শুক্রবার গভীর রাতে টাদারিয়াত গ্রামে ১৩ জন বেসামরিক বাসিন্দা এবং একজন সেনাসদস্যকে হত্যা করে। পরে নিহতের সংখ্যা বেড়ে গেছে। স্থানীয় একটি সূত্রও মৃত্যুর এ তথ্যটি নিশ্চিত করেছে। ঘটনার পর থেকে আততায়ীদের খুঁজছে দেশটির সেনাবাহিনী।

আফ্রিকার

প্রেসিডেন্ট রোচে কাবো এক টুইট বার্তায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করে বলেছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে আমাদের। অপরাধীদের খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনী অনুসন্ধান চালাচ্ছে।

 

 

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button