জাতীয়

ক্যাবল সার্ভিস ডিজিটালাইজেশনে শিগগিরই নির্দেশনা আসছে: আরাফাত

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত রাজস্ব আদায় বাড়াতে ও এতে শৃঙ্খলা আনতে ক্যাবল অপারেটিং পরিষেবাকে যত দ্রুত সম্ভব ডিজিটালাইজ করার জন্য একটি নির্দেশনা প্রণয়নের ওপর জোর দিয়েছেন।

আজ রোববার বাংলাদেশ সচিবালয়ে তার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (সিওএবি) সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, ‘কেবল অপারেটিং সার্ভিসের ডিজিটালাইজেশন অপরিহার্য। কারণ এটি সরকারকে আরও রাজস্ব সংগ্রহে সহায়তা করার পাশাপাশি স্বচ্ছতাও আনবে।’

প্রতিমন্ত্রী সেবা পেতে মানুষ অর্থ ব্যয় করলেও সরকার তা যথাযথভাবে পাচ্ছে না- উল্লেখ করে বলেন, কিন্তু ডিজিটালাইজেশন নিশ্চিত করলে সরকার সঠিকভাবে রাজস্ব আদায় করতে পারবে। তিনি বলেন, ‘আমি অংশীজনদের সাথে কথা বলে সবাইকে পরিষেবাটিকে ডিজিটাল করার পক্ষে পেয়েছি। তাই এ ব্যাপারে আমি কোনো বাধা দেখছি না। অতএব, যত দ্রুত সম্ভব আমরা এটি করব।’ ওটিটি ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে বলতে গিয়ে আরাফাত বলেন, ‘আমাদের নতুন প্রযুক্তির উদ্ভাবন ও অগ্রগতিকে স্বাগত জানানো উচিত। তবে, এর পাশাপাশি আমরা যে কোনও ধরনের আইন বা নিয়ম ও প্রবিধান লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ একই সঙ্গে তিনি বলেন, দেখা গেছে যে- প্রযুক্তির অগ্রগতি নাগরিকদের জীবন সহজ করার সাথে সাথে কিছু ঝুঁকিও নিয়ে এসেছে। তাই সরকার জাতীয় স্বার্থ রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে যা করণীয়, তাই করবে।

প্রতিমন্ত্রী বলেন, ‘সুতরাং, আমরা দ্রুততম সময়ের মধ্যে এই সমস্যাগুলি সমাধান করব।’
কোয়াব সভাপতি এবিএম সাইফুল হোসেন, সাধারণ সম্পাদক মোশাররফ আলী চঞ্চল ও সদস্য নিজাম উদ্দিন মাসুদ, রশিদ মালিক, ফরিদ উদ্দিন ও হাবিব আলী এ সময় উপস্থিত ছিলেন। এর আগে প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতাদের সঙ্গে আরেকটি বৈঠকে যোগ দেন ।

এ সময় সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস, সভাপতি কাজী শোয়েব রশীদ ও সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

মিয়ানমারের ১৪ জন সীমান্তরক্ষী বাংলাদেশে আশ্রয় নিয়েছে

মিয়ানমারের সরকারি সৈন্য ও বিদ্রোহী প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে প্রচণ্ড বন্দুকযুদ্ধের খবরের মধ্যে দেশটির আধাসামরিক বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)’র চৌদ্দজন সদস্য গত রাতে তাদের চেক পোস্ট থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

আজ রোববার কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একজন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘বিজিপি’র ১৪ সদস্য তাদের দেশ ছেড়ে পালিয়ে এসেছে। তারা এখন আমাদের হেফাজতে রয়েছে।’ অপর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘১৪ বিজিপি সদস্য ভোরে ঘুমধুম সীমান্ত দিয়ে তাদের অস্ত্রসহ সীমান্ত অতিক্রম করে এবং কক্সবাজারে বিজিবি’র কাছে আশ্রয় প্রার্থনা করে।’

এদিকে আজ ঢাকায় বিজিবি’র একজন মুখপাত্র সাংবাদিকদের পরবর্তীতে এই বিষয়ে সর্বশেষ খবর জানতে মিডিয়া ব্রিফিংয়ের জন্য অপেক্ষা করতে বলেছেন।

মিয়ানমারে সরকারি সৈন্য ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের মধ্যে সীমান্তবর্তী বাংলাদেশের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা নিরাপদে চলে গেছে। গত কয়েকদিনে বাংলাদেশের অভ্যন্তরে বেশ কয়েকটি মর্টার শেল এবং গুলি এসে পড়েছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্য সাংবাদিকদের বলেন, ‘শনিবার রাতে এরকম দুটি সর্বশেষ ঘটনায় একটি বুলেট একটি ব্যাটারিচালিত থ্রি হুইলারের উইন্ডশিল্ড ভেঙে দেয় এবং ঘুমধুম সীমান্তের তুমব্রু এলাকায় একটি গ্রামের বাড়িতে একটি মর্টার শেল আঘাত করে, তবে কেউ হতাহত হয়নি।’ তিনি বলেন, শনিবার রাতে ও রবিবার সীমান্তে বন্দুকযুদ্ধের শব্দ সীমান্তের গ্রামের বাসিন্দাদের আতঙ্কিত করে তোলে।

দেশটির সীমান্তবর্তী রাখাইন অঞ্চলে সক্রিয় বিদ্রোহী আরাকান আর্মির যোদ্ধাদের ও সরকারী বাহিনীর মধ্যে সংঘর্ষের খবরে বাংলাদেশ মিয়ানমারের সাথে তার সীমান্তে কঠোর নিরাপত্তা নজরদারির নির্দেশ জারি করেছে। মিয়ানমারের সাথে বাংলাদেশের উত্তরে ভারতের ত্রি-বিন্দু থেকে দক্ষিণে বঙ্গোপসাগর পর্যন্ত ২৭১.০ কিলোমিটার (১৬৮.৪ মাইল) সীমান্ত রয়েছে।

বিশেষ করে ২০১৭ সালের সেনাবাহিনীর ক্র্যাকডাউনের পরে, রাখাইনে তাদের বাড়ি থেকে পালিয়ে বাংলাদেশে আসা ১০ লক্ষাধিক মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গাদের বিষয়ে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে দৃশ্যত রোহিঙ্গাদের সাথে বর্তমান সংকটের খুব একটা সম্পর্ক নেই। বিশ্বের বৃহত্তম শরণার্থী সংকট মোকাবেলার জন্য বাংলাদেশ প্রশংসা কুড়িয়েছে।

তরে রোহিঙ্গারা অর্থনৈতিক, সামাজিক, নিরাপত্তা এবং পরিবেশগত সমস্যা সৃষ্টি করায় ঢাকা বারবার রাখাইনে তাদের স্বদেশে প্রত্যাবাসন চেয়েছে। বিষয়টি এখন আন্তর্জাতিক বিচার আদালতে জাতিসংঘের গণহত্যা তদন্তের বিষয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button