আন্তর্জাতিক

ভারতের পতাকা হাতে চীনা সম্প্রদায়; নিহত ২০ সেনার প্রতি সমবেদনা

ভারতের পতাকা, মুখে ভারত মাতা কী জয়ের স্লোগান তুলে নিহত ২০ সেনা প্রতি সমবেদনা জানালেন চায়না টাউনের বসবাসকারী চীনা সম্প্রদায়ের মানুষেরা।

ভারতে থাকা চীনাদের সিংহভাগ থাকেন কলকাতার টেরিটি বাজার ও ট্যাংরা এলাকায়। প্রায় ষাটের দশক থেকে চায়নাটাউনে বসবাসকারী চীনা বংশোদ্ভূতরা মনে করে যে তারা বংশ পরস্পর চীনা সম্প্রদায় হলেও আদতে তারা ভারতবাসী। তাই শনিবার হাতে পতাকা নিয়ে শ্লোগান দেয় তারা।

চীন সরকারের বিরুদ্ধে এই দিন বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্বদেন মমতার সরকারের স্থানীয় বিধায়ক জাভেদ খানের পুত্র ফয়েজ খান। চায়নাটাউনের চীনা বাসিন্দাদের শহরের রাজপথে এমনই প্রতিবাদের অবাক হয়েছেন পথচলতি মানুষেরা।

প্রচারে অংশগ্রহণ করা চাইনিজ ইউথ ক্লাবের সম্পাদক খোই কুই বললেন, এখানে অংশগ্রহণ করা ১১০ জন সদস্যই চীনা বংশোদ্ভূত। আমরা কোনো যুদ্ধ চাই না। এক ভ্রাতৃত্ব সম্পর্কে আমরা কলকাতায় বসবাস করি।

বিষয়টি নিয়ে রাজ্য বিজেপি নেতারা বলেন, আমরা চীনা সরকারের আগ্রাসনের বিরোধিতা করে চীনা ব্যবসা ও পণ্য বয়কটের ডাক দিয়েছি। চীনা মানুষদের প্রতি আমাদের কোনো ঘৃণা নেই। আর চায়নাটাউনে চীনারা যে ভারতীয় এটা সবাই জানে। অবশ্য তাদের অনেক আত্মীয় চীনে থাকেন। এমনকি এদের মধ্যে অনেকেই চীনে যাতায়াত আছে। তবুও এরা ভারতীয়। আমরা কোনোদিন এদের ভারতবাসী ছাড়া অন্য চোখে দেখিনি। দিদি (মমতা) এদেরকে সামনে এনে কি বোঝাতে চাইছে জানি না। আমরা দেশপ্রেমের কথা বলছি ওরা (মমতা) রাজনীতি করছে।

এছাড়া জানা গেছে, ওই দিন চীনা সম্প্রদায়কারী আরেকদল মিছিল করে কলকাতায় অবস্থিত চীনা দূতাবাস পর্যন্ত গিয়েছিলেন। তাদের প্রতিবাদের ভাষা ছিল ভারতীয়দের মতই। প্রত্যেকের হাতে ছিল বাংলা, ইংলিশ ও চাইনিজ ভাষায় প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার। সেসব নিয়ে চীনা সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদও করেন। এদের মধ্যে অনেকেরই হাতে ছিল ভারতের জাতীয় পতাকা। স্লোগান ছিল বন্দেমাতরম, ভারত মাতা কী জয়।

পাশাপাশি তারা জানান দেন, যুদ্ধ নয় শান্তি চাই। এবং লাদাখে অবিলম্বে চীনা সেনা সরানো ও ফের যেন লাদাখের ঘটনা আর না হয় তার জন্য চীনের প্রশাসনের কাছে আবেদন করেন চায়না টাউনের স্থানীয় বাসিন্দারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button