খেলাফিচার

এই জয় দেখা হলোনা ফুটবলের কিংবদন্তি ম্যারাডোনার

গ্যালারীর এক কোণে থাকতেন, আকাশী নীলদের জন্য গলা ফাটাতেন, তাদের হয়ে পাগলামি করতেন।
.
কখনও খেলা দেখে উল্লাস করেছেন, কখনও বিমর্ষ হয়ে বসে ছিলেন। কখনও বা পাগলামি করে প্রায় গ্যালারি ঘেঁষে এমনভাবে উল্লাসে মেতে উঠেছিলেন যে দুইজনের তাকে পেছন থেকে ধরে রাখতে হইছে। ম্যাচ শেষে অসুস্থ হয়ে হাসপাতালেও গিয়েছেন।
বলছি “চোখ-ধাঁধানো”, “অসাধারণ”, “অত্যাশ্চর্য প্রতিভাবান”, “বিতর্কিত” – বহু ভাবে বর্ণনা করা আর্জেন্টিনার ফুটবলের কিংবদন্তি দিয়েগো আরমান্দো ম্যারাডোনার কথা।
২৮ বছর অপেক্ষার পর একটি বড় জয় আর্জেন্টিনার।  আজ সেই গ্যালারীতে থাকলে আনন্দে আত্নহারা হয়ে, না জানি কি করতেন !

আর্জেন্টিনার ফুটবলের কিংবদন্তি দিয়েগো আরমান্দো ম্যারাডোনার

তার এই পাগলামি, এই বুনো উল্লাস আমাদের বারবার মনে করিয়ে দেয় যে সে ফুটবল খেলায় অতিমানব হলেও আসলে আর সবার মতই রক্ত-মাংসের, দোষ-গুণের, হাসি-কান্নার মানুষ। এ ম্যান অফ ফ্লেয়ার অ্যান্ড ফ্ল।

.আজ কোপা আমেরিকায় আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ অথচ  খেলা দেখা হলো না  সেই পাগল ফুটবল প্রেমীর।
হয়তো উপরে বসে উপভোগ করছেন। আনন্দে হাসছেন কিংবা কাঁদছেন। ফুটবলের রাজপূত্রকে মিস করছেন ভক্তরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button