আন্তর্জাতিক

কোয়ারেন্টাইনে পর্তুগালের প্রেসিডেন্ট 

দুই সপ্তাহের জন্য সব ধরনের কাজকর্ম বন্ধ রেখে কোয়ারেন্টাইনে গেছেন পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রিবেলো ডি সুজা । রবিবার দেশটির সরকারি ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত মঙ্গলবার (৩ মার্চ) পর্তুগালের উত্তারাঞ্চলে একটি স্কুলের শিক্ষার্থীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট রিবেলো। এমনকি একসাথে দাঁড়িয়ে ছবিও তোলেন তারা। গত শনিবার ওই শিক্ষার্থীদের একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এ কারণে, সতর্কতাস্বরূপ দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট। তবে, কোনও সরকারি কোয়ারেন্টাইন সেন্টার নয়, দুই সপ্তাহ নিজ বাড়িতেই আলাদা থাকবেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, শরীরে করোনা আক্রান্তের কোনও লক্ষণ না থাকলেও স্বাস্থ্য কর্মকর্তাদের পরামর্শ মেনে দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট। এ সময়ে তিনি কোনও ধরনের প্রকাশ্য কার্যক্রমে অংশ নেবেন না।

গত ২৪ ঘণ্টায় পর্তুগালে নতুন করে ৯ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জন।

Related Articles

Leave a Reply

Back to top button