খেলা

করোনা আতঙ্কে কাতার বিশ্বকাপ বাছাই পর্বের সব ম্যাচ ছয় মাস পেছানোর সিদ্ধান্ত

কাতার বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের সব ম্যাচ ছয় মাস পেছানোর সিদ্ধান্ত নিয়েছে এএফসি ও ফিফা।শুধু বাংলাদেশ-ই নয়, এশিয়ান অঞ্চলের বাছাইপর্বের সব ম্যাচই ছয় মাস পিছিয়েছে ফুটবল সংস্থাগুলো। করোনা ভাইরাস থেকে সাবধান থাকতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

আগামী ২৬ মার্চ বিশ্বকাপের বাছাইয়ের দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ ও আফগানিস্তানের। সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটি পরবর্তীতে কবে হবে সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

এর আগে করোনা ভাইরাসের ভয়াবহ পরিস্থিতির কারণে ফিফা ও এএফসি কর্মকর্তারা জরুরিভাবে এ বিষয় নিয়ে আলোচনা করে। সে আলোচনায় খেলোয়াড়দের স্বাস্থ্যের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় বলে এক বিবৃতিতে জানায় এএফসি।

এখন পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ে চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Back to top button